বলিউডের প্রখ্যাত পরিচালক ও 'শো-ম্যান' খ্যাত সুভাষ ঘাই আবারও ফিরছেন তার চেনা ক্লাসিক মসালার ঘরানায়। তবে এবার একটু অন্যরকম চমক নিয়ে। নতুন প্রজেক্টে তিনি নিয়ে আসছেন অভিনেতা রীতেশ দেশমুখকে এক সম্পূর্ণ ভিন্ন রূপে, নারী সাজে!
ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতেশের একটি ছবি ঘুরে বেড়াচ্ছে, যেখানে তাকে দেখা যাচ্ছে নারীর পোশাকে, সম্পূর্ণ নারীকণ্ঠ ও গেটআপে। দেখে মনে পড়ে যাচ্ছে তার আগের জনপ্রিয় ছবি আপনা সপনা মানি মানি-র সেই মজাদার রূপ।
এই নতুন সিনেমাটির ঘোষণা দেওয়ার পর থেকেই বলিউডে শুরু হয়েছে গুঞ্জন, উত্তেজনা এবং কৌতূহল। অনেকেই বলছেন এটি হতে পারে আপনা সপনা মানি মানি-র একটি আত্মিক সিক্যুয়েল। তবে সুভাষ ঘাই সরাসরি কিছু না জানালেও তার পুরোনো ঘরানায় ফেরার স্পষ্ট বার্তা এই ঘোষণার মধ্যেই মিলেছে।
সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটি এবং সাধারণ দর্শকদের প্রতিক্রিয়াও যথেষ্ট ইতিবাচক। অভিনেত্রী মহিমা চৌধুরী মজার ছলে মন্তব্য করেছেন, “ওটা তো ‘দেশ-মুখ’, ‘পরদেশ-মুখ’ কোথায়?” একজন ভক্ত লিখেছেন, “দেশমুখ হিরোইনের চরিত্রে? দেখতেই হবে!” আরেকজন তো বলেই ফেলেছেন, “এটাই রীতেশের সেরা কমেডি লুক!”
২০১৯ সালের পর থেকে সুভাষ ঘাই ছিলেন অনেকটাই নীরব। তার শেষ কাজ ৩৬ ফার্মহাউস ওটিটিতে মুক্তি পেয়েছিল ২০২২ সালে, তবে বড় পর্দা থেকে দূরেই ছিলেন তিনি। চলচ্চিত্র বিশ্লেষক কমল নাহটার এক সাক্ষাৎকারে সুভাষ ঘাই জানিয়েছেন, “মানুষের মধ্যে এখন ভালোবাসা নেই... সবাই কেবল কাজ করে যাচ্ছে।”
তিনি বলিউডের ক্রমবর্ধমান বাণিজ্যিক চাপে সৃষ্টিশীলতা হারিয়ে যাওয়ায় হতাশ হলেও নিজের ক্যামেরার প্রতি ভালোবাসা ও উদ্যম এখনো আগের মতোই রয়েছে।
এই সিনেমাটি নিয়ে অনেক জল্পনা-কল্পনা থাকলেও ইতোমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, এতে রীতেশ দেশমুখ একটি কেন্দ্রীয় চরিত্রে থাকবেন, এবং তার রূপান্তরই হবে সিনেমার মূল আকর্ষণ। হাস্যরসের আবরণে সমাজের বাস্তবতা, নাটকীয় মোড় এবং হালকা টুইস্ট, সবমিলিয়ে এই সিনেমা হতে চলেছে একটি পূর্ণাঙ্গ বলিউড মসালা প্যাকেজ।
তাছাড়া, সুভাষ ঘাই এখন খলনায়ক-এর সিক্যুয়েল নিয়েও কাজ করছেন বলে জানা গেছে। ফলে এটি নিশ্চিতভাবেই বলা যায়, শো-ম্যান আবার ফিরে এসেছেন এবং জানেন কীভাবে দর্শককে চমকে দিতে হয়।
এমআর