আন্তর্জাতিক ক্রিকেটে এক দশক পার করে ফেলেছেন লিটন দাস। সাদা বলের ক্রিকেটে বাজে ফর্মের কারণে বাংলাদেশ দল থেকে বাদ পড়েছিলেন। এরপর ঘরোয়া লিগেও বলার মতো পারফরম্যান্স করতে পারেননি। তবুও শ্রীলঙ্কার বিপক্ষে আচমকা ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেয়ে যান এই ব্যাটার। মাঝে পেয়েছেন টি-টোয়েন্টির নেতৃত্বও।
বিসিবির আস্থার জায়গায় থাকলেও ঘুরে ফিরে সেই ব্যর্থতার বৃত্তেই আটকা আছেন লিটন। কোনো কিছুতেই যেন কিছু হচ্ছে না। প্রশ্নের পর প্রশ্ন উঠছে, কোনো প্রসেসে তাহলে ওয়ানডে দলে লিটন। অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণার দিনে একটা ব্যাখ্যা অবশ্য দিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
‘শেষ সিরিজে লিটন দাস ছিলেন না। আপনারা জানেন, সে সময় তিনি একটু খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। একটা সময় তিনি ছিলেন আমাদের সেরা ফিনিশারদের একজন। সেই কারণে এবং তিনি এখন টি-টোয়েন্টি দলের অধিনায়কও হয়েছেন’ লিটনকে দলে নেওয়ার ব্যাপারে লিপু এমনভাবেই বলেছিলেন।
তবে এমন কথা বলার দিন দশেক পার না হতেই আবারও ব্যর্থ লিটন। গতকাল কলম্বোতে প্রথম ওয়ানডেতে চার বল খেলে রানের খাতাই খুলতে পারেননি। সেটাও আবার চার নম্বর পজিশনে ব্যাট করতে নেমে। লিটনের সবশেষ ১০ ওয়ানডের ইনিংস দেখলে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে তার সামর্থ্য নিয়ে।
শেষ ১০ ইনিংসে লিটন করেছেন ৩৫ রান। যার মধ্যে ৪ ম্যাচে রয়েছে আবার ডাক। তার মতো এমন অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে এমন পারফরম্যান্স আসলেই কেউ আশা করেন না। বিসিবির এক পরিচালকও হতাশা লুকোতে পারলেন না। লিটন প্রসঙ্গে জানতে চাইলে বললেন, ‘কিছুই বলার নেই আসলে। সিনিয়ররা যদি এখনো দলের হাল ধরতে না পারেন তাহলে আর কবে?’
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু গণমাধ্যমকে বলছিলেন, 'এই অভিজ্ঞ ক্রিকেটার যদি এমন ফিল করে (ক্রিকেট খেলে)। এটা তো বলার কিছু নেই কথাটা হচ্ছে, কিছুই বলার নেই। ব্যাট হাতে ধারাবাহিকতার এতই অভাব।'
ক্রিকেটারদের আউট অব ফর্ম হতে পারে যে কারণে অনুশীলনে মনোযোগ বাড়ানোর পরামর্শ এই পরিচালকের, 'আউট অফ ফর্ম হতে পারে। তখন অবশ্যই অনুশীলনের দিকে মনোযোগটা বেশি বাড়াতে হবে। যে রকমটা মুশফিক করে থাকে। এ ছাড়া ঘরোয়াতে ভালো খেলার পরেও আন্তর্জাতিকে এসে অনেকে ভালো খেলতে পারে না। তরুণরাও ভালো করতে পারছে না।’
লিটনের সঙ্গে এ নিয়ে কোনো কথা হয়েছে কি না জানতে চাইলে সেই পরিচালক বলেন, 'এখনো লিটনের সাথে কোনো কথা হয়নি, এমন ব্যাটিং খুবই হতাশজনক। আমরা স্পিন বল খেলতে পারি না, বাউন্সার খেলতে পারি না, তাহলে কি খেলতে পারি?'
ঢাকা