আনন্দ এল রাইয়ের নতুন ছবি ‘তেরে ইশক মেঁ’ নিয়ে সিনেমাপ্রেমীদের কৌতূহল তুঙ্গে। দক্ষিণী তারকা ধানুশ এবং বলিউড অভিনেত্রী কৃতি সানন প্রথমবার একসঙ্গে বড় পর্দায় হাজির হচ্ছেন এই ছবিতে। শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে, মুক্তি ঠিক হয়েছে ২০২৫ সালের ২৮ নভেম্বর। ছবিটি একসঙ্গে হিন্দি ও তামিল ভাষায় মুক্তি পাবে।
শুটিং শেষের খবরটা ধানুশ নিজেই জানিয়েছেন। নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন এক রক্তমাখা হাতের ছবি—যেখানে দুটি হাত পরস্পরকে আঁকড়ে ধরা। ছবির সঙ্গে লেখা, “And it’s a wrap ❤️ #tereishkmein”। এই ছবি দেখেই অনুরাগীদের মনে প্রশ্ন, এ কি এক করুণ পরিণতির ইঙ্গিত? রোম্যান্সের আড়ালে কি লুকিয়ে আছে রক্ত, বেদনা আর ত্যাগের গল্প?
শুটিং শেষ হয়েছে আনন্দ এল রাইয়ের জন্মদিনের ঠিক আগে। ২৯ জুন ছিল পরিচালক রাইয়ের ৫৪তম জন্মদিন। সেদিন ছোট পরিসরে এক আনন্দঘন উদযাপন হয়েছে। উপস্থিত ছিলেন নায়িকা কৃতি সানন, সবুজ পোশাকে রীতিমতো নজরকাড়া, আর সারা আলি খানও যোগ দিয়েছিলেন এক প্রোমো ইভেন্ট সেরে। ধানুশ ছিলেন স্বভাবসুলভ বিনীত ভঙ্গিমায়।
‘তেরে ইশক মেঁ’ প্রযোজনা করছে টি-সিরিজ ও কালার ইয়েলো প্রোডাকশনস। ছবির সঙ্গীতে থাকছেন এ আর রহমান। গানের কথা লিখেছেন ইর্শাদ কামিল। রহমানের সুরে কামিলের কবিতা মানেই শোনার মতো কিছু। সিনেমাপ্রেমীদের অনেকেই মনে করছেন, এই কম্বিনেশন আবার ফিরিয়ে আনতে পারে ‘রাঞ্জণা’-র সেই সোনালি দিন।
এই ছবির গল্প যে স্রেফ আরেকটা প্রেমকাহিনি নয়, বরং গভীর, হৃদয়বিদারক অভিজ্ঞতা হবে, তা ইঙ্গিত মিলেছে নানা সূত্রে। পরিচালক আনন্দ এল রাই নিজেই বরাবর সম্পর্কের জটিলতা আর আবেগকে পর্দায় ফুটিয়ে তুলতে সিদ্ধহস্ত। এইবারও তিনি ভক্তদের দিতে চান এক অন্যরকম প্রেমের স্বাদ—যেখানে মিষ্টি হাসির আড়ালে লুকিয়ে থাকবে যন্ত্রণার ছায়া।
সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের ২৮ নভেম্বর ‘তেরে ইশক মেঁ’ মুক্তি পাবে। হিন্দি আর তামিল—দুই ভাষাতেই ছবি নিয়ে আসা ধানুশের জন্যও এক বড় স্ট্র্যাটেজি। দক্ষিণের বড় ফ্যানবেস আর বলিউডের বাজার, দুই দিকেই সমান আক্রমণ শানানোর প্রস্তুতি চলছে।
এ ছবির জন্য এখন থেকেই দর্শকদের আগ্রহ চরমে। অনেকে বলছেন, ২০২৫ সালের সেরা প্রেমের ছবি হয়ে উঠতে পারে ‘তেরে ইশক মেঁ’। রক্তমাখা হাতের সেই ছবিই যেন বলে দিচ্ছে—এ প্রেম শুধু কোমল নয়, এ প্রেমে আছে বেদনা আর ত্যাগের ছাপ।
এফপি/ টিএ