রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত আলোচিত বলিউড সিনেমা ‘রামায়ণ: দ্য ইনট্রোডাকশন’-এর প্রথম ঝলক অবশেষে প্রকাশ পেল।
পরিচালক নীতেশ তিওয়ারির এই সিনেমা দুই পর্বে মুক্তি পাবে—প্রথমটি ২০২৬ সালের দীপাবলিতে, দ্বিতীয়টি ২০২৭ সালের দীপাবলিতে।
বৃহস্পতিবার (৩ জুলাই) ভারতের নয়টি শহরে একযোগে আয়োজন করা হয় সিনেমার বিশেষ প্রদর্শনী। একইসঙ্গে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে বিলবোর্ডে প্রকাশ পায় চরিত্রগুলোর প্রথম লুক।
এই ছবিতে রাম চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে, রাবণ চরিত্রে যশ, সীতা হিসেবে থাকছেন সাই পল্লবী। হনুমানের ভূমিকায় রয়েছেন সানি দেওল, আর লক্ষ্মণের চরিত্রে আছেন রবী দুবে।
বিশাল বাজেটের এই প্রজেক্টের পেছনে রয়েছেন প্রযোজক নমিত মালহোত্রা এবং সহ-প্রযোজক যশ।
তবে বলিউডের এই সিনেমাটি নিয়ে রয়েছে বড় চমক। কারণ, হলিউডের বিখ্যাত কিছু চলচ্চিত্র শিল্পীরা এই কাজে হাত লাগিয়েছেন। সিনেমাটির ভিজ্যুয়াল ইফেক্টের দায়িত্বে আছে অস্কারজয়ী ৮টি স্টুডিও, যেখানে ‘ইনসেপশন’, ‘ডিউন’, ‘ইন্টারস্টেলার’-এর মতো ছবির কাজ হয়েছে। এছাড়াও সিনেমার সংগীতে একসঙ্গে কাজ করেছেন দুই কিংবদন্তি শিল্পী হান্স জিমার ও এআর রহমান।
মূলত, অ্যাকশন দৃশ্যগুলো আরও বাস্তব করে তুলতে যুক্ত হয়েছেন হলিউডের বিখ্যাত অ্যাকশন ডিরেক্টর টেরি নোটারি ও গাই নরিস; তারা যথাক্রমে অ্যাভেঞ্জারস ও ম্যাড ম্যাক্স সিনেমায় কাজ করেছেন। আর প্রোডাকশন ডিজাইনে আছেন ‘ডিউন টু’-এর রবি বানসাল এবং ‘ক্যাপ্টেন আমেরিকা’র র্যামজি অ্যাভেরি।
নির্মাতারা বলছেন, ‘এটা শুধু সিনেমা নয়, আমাদের সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার এক ঐতিহাসিক প্রচেষ্টা।’
সিনেমার গল্প শুরু হয় রাবণের জন্ম দিয়ে—এক অসুরশিশু, যে পরে হয়ে ওঠে ভয়ঙ্কর ও শক্তিশালী রাজা। সে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় স্বয়ং বিষ্ণুকে।
তখন বিষ্ণু মানুষের রূপে, দুর্বল এক রাজপুত্র ‘রাম’ হয়ে অবতীর্ণ হন। শুরু হয় চিরন্তন দ্বন্দ্ব—রাম বনাম রাবণ। আলো আর অন্ধকারের, ন্যায় ও অন্যায়ের লড়াই, যা এখনও কোটি মানুষের বিশ্বাস ও আবেগের অংশ।
এমআর