প্রায় চার দশক ধরে ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মুম্বাইয়ের ‘কৃষ্ণারাজ’। রাজ কাপুর ও কৃষ্ণা রাজ কাপুর ের স্বপ্নের এই বাড়ি নতুন করে তৈরি হয়ে এখন অপেক্ষা করছে উত্তরাধিকারী রণবীর কাপুর ও তাঁর পরিবারের জন্য। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি বছরেই স্ত্রী আলিয়া ভট্ট ও কন্যা রাহাকে নিয়ে এই রাজকীয় প্রাসাদে পা রাখবেন রণবীর।
কালের গর্ভে হারিয়ে গেছেন রাজ কাপুর , কৃষ্ণা রাজ কাপুর , এমনকি ২০২০ সালে প্রয়াত হয়েছেন ঋষি কাপুর ও। কিন্তু কাপুর পরিবারের নাম, যশ, ঐতিহ্য যেন কোনও দিনই মুছে যাওয়ার নয়। পর্দায় ঋষি যেমন ছিলেন এক স্মরণীয় নায়ক, তেমনই ব্যক্তিজীবনে রেখে গেছেন এক বিশাল সাম্রাজ্য।
জানা গেছে, প্রায় ৩০০ কোটি টাকার সম্পত্তি রেখে গিয়েছেন ঋষি কাপুর । যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ‘কৃষ্ণারাজ’ বাড়ি, যার বর্তমান মূল্য প্রায় ২৫০ কোটি টাকা। এক একর জমির উপর নির্মিত এই প্রাসাদে রয়েছে ব্যক্তিগত সুইমিং পুল, নিজস্ব থিয়েটার স্পেস ও বিলাসবহুল নানা সুযোগ সুবিধা।
শুধু বাড়ি নয়, পোরশে, বেন্টলে, বিএমডব্লিউ-র মতো নামজাদা গাড়ির এক বিশাল সংগ্রহ ছিল ঋষির। সব মিলিয়ে প্রায় ৭ কোটি টাকার গাড়ির মালিক ছিলেন তিনি।
তবে সবচেয়ে বড় প্রশ্ন, এই বিপুল সম্পত্তি কীভাবে ভাগ করা হয়েছিল? সূত্রের দাবি, বেশিরভাগ সম্পত্তির উত্তরাধিকারী হয়েছেন পুত্র রণবীর কাপুর । যদিও ঋষির কন্যা ঋদ্ধিমা কাপুর এর প্রাপ্ত সম্পত্তির বিষয়ে নির্দিষ্ট কিছু জানা যায়নি। এই প্রসঙ্গে কোনো সময় প্রকাশ্যে মুখ খোলেননি কাপুর পরিবার।
আশির দশকে রাজ কাপুর ও কৃষ্ণা রাজ কাপুর তাঁদের এই ঐতিহ্যবাহী বাড়িটি লিখে দিয়েছিলেন ঋষি ও নীতু কাপুর এর নামে। এবার সেই একই সূত্রে বাড়িটি পৌঁছেছে রণবীর ও আলিয়ার হাতে। রাহার নামেও এই সম্পত্তিতে অধিকার সংরক্ষিত রয়েছে, যা নিশ্চিত করেছে ভবিষ্যতের প্রজন্মের উত্তরাধিকার।
খুব শীঘ্রই আলিয়া ও রাহাকে নিয়ে নতুন সংসার শুরু করবেন রণবীর কাপুর । তবে এখনও শেষ মুহূর্তের কিছু নির্মাণ কাজ চলছে বলে জানা গেছে। দীপাবলির আগেই হয়তো কাপুর পরিবারের নতুন অধ্যায় রচিত হবে এই রাজকীয় ঠিকানায়।
এসএন