নির্বাচন পদ্ধতি বদল নিয়ে রাজনীতিতে জটিল সমীকরণ, বাড়ছে মতবিরোধ

প্রচলিত নাকি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন— এই ইস্যুতে বিএনপির সঙ্গে মতবিরোধ বাড়ছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি দলের। প্রচলিত পদ্ধতিতেই অনড় বিএনপি। আর প্রস্তাবিত উচ্চকক্ষের পাশাপাশি নিম্নকক্ষেও আনুপাতিক পদ্ধতি চায় জামায়াত।

বিদ্যমান পদ্ধতিতে বাংলাদেশে এককক্ষবিশিষ্ট সংসদে ৩০০ জনপ্রতিনিধি সরাসরি নির্বাচিত হয়ে থাকেন, আসনভিত্তিক ফলাফলে। অর্থাৎ যে প্রার্থী তুলনামূলক বেশি ভোট পান, তিনিই প্রতিনিধিত্ব করেন নির্বাচনী এলাকার। এর বিপরীতে বর্তমানে রাজনৈতিক মহলে জোরালো আলোচনায় সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ইস্যু। এ পদ্ধতিতে সারা দেশে পাওয়া ভোটের অনুপাতে নির্ধারণ হয়ে থাকে দলগুলোর আসন।

ঐকমত্য কমিশনের প্রস্তাব অনুযায়ী, বিদ্যমান এককক্ষের পরিবর্তে সংসদ হবে দুই কক্ষবিশিষ্ট। নিম্নকক্ষে প্রচলিত পদ্ধতি আর উচ্চকক্ষের প্রতিনিধিরা নির্বাচিত হবেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে। এ প্রস্তাবে একমত হয়েছে সংলাপে অংশ নেয়া অনেক দল। আবার জামায়াতসহ কোনো কোনো দল উভয়কক্ষেই চায় আনুপাতিক নির্বাচন।

জামায়াত-এনসিপি মনে করে, সংখ্যানুপাতিক নির্বাচন প্রতিটি ভোটের মূল্য নিশ্চিত করবে। ভোটে কালো টাকার ছড়াছড়ি, পেশিশক্তি, কেন্দ্র দখলসহ নির্বাচনী অনিয়ম ঠেকাতে ভূমিকা রাখবে।

তবে কোনো কক্ষেই বিদ্যমান পদ্ধতির বাইরে যেতে নারাজ বিএনপিসহ কয়েকটি দল। এ নিয়ে দলগুলো যদি এক জায়গায় না আসে, তাহলে ফয়সালা কীভাবে হবে তা নিয়েও আছে বিতর্ক। বিএনপি বিষয়টি পরবর্তী সংসদের জন্য রাখতে চাইলেও ভিন্নমত অন্যদের।

জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘দেশে অনেকগুলো দল রয়েছে, যাদের নির্দিষ্ট কোনো ধারাবাহিকতা নেই। কিন্তু সারা দেশে তাদের কাছে ভোট আছে। সুতারাং সবগুলো সমর্থনকে একসঙ্গে করলে যদি এক শতাংশ পায়, তারা সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে। সংখ্যানুপাতিক হারে নির্বাচন নিয়ে যদি দেখা যায় মৌলিক বিষয়ে দলগুলো একমত হতে পারছি না, তখন আমাদের পরামর্শ গণভোটে যাওয়া।’

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘যদি প্রথমবার আমরা অন্তত একটা কক্ষে সংখ্যানুপাতিক করি। তাহলে নিম্নকক্ষে কেউ যদি দখলদারিত্বের মাধ্যমে নির্বাচিত হয়, তখন ব্যালেন্স হবে উচ্চকক্ষ। আমরাতো অবশ্যই বলেছি গণপরিষদ নির্বাচন। অধিকাংশ দল যদি গণভোট চায় আমরাও তাতে রাজি। কিন্তু কোনোভাবে এটা পরবর্তী সংসদের জন্য ছেড়ে দেয়া ঠিক হবে না।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘কেউ যদি জনগণের কাছে প্রতিশ্রুতি নিয়ে যায়, জনগণ যদি তাদের ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে সংসদে প্রতিনিধিত্ব সে করবে। প্রচলিত নির্বাচনে ভয় কেন। জনগণ মাস্টার, তারাই ঠিক করবে।’

তবে সংখ্যানুপাতিক পদ্ধতিসহ মৌলিক কিছু বিষয়ে সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে বারবারই ছাড় দেয়ার কথা বলছে ঐকমত্য কমিশন।

এসএন 

Share this news on:

সর্বশেষ

কঙ্গনার ব্যক্তিগত ছবি চাইতেন হৃতিক, পাঠাতেন নিজের ছবিও Jul 04, 2025
img
সোনাক্ষী অভিযোগ: স্বামীর স্নেহেই খানিক মুটিয়ে গেছেন, লোকে বলছেন অন্তঃসত্ত্বা Jul 04, 2025
img
ইনসাফ ও মর্যাদার বাংলাদেশের জন্য লড়াই করছে এনসিপি : নাহিদ ইসলাম Jul 04, 2025
img
অক্ষুণ্ণ রইলো সাকিবের বিশ্বরেকর্ড Jul 04, 2025
img
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে একক কর্তৃত্ব থাকবে না : গোলাম পরওয়ার Jul 04, 2025
img
পুশইন করতে হলে শেখ হাসিনা ও তার দোসরদের পাঠান : নাহিদ Jul 04, 2025
img
‘মেট্রো ইন দিনো’র প্রিমিয়ারে কার্তিকের সঙ্গে দর্শনা! চলছে গুঞ্জন Jul 04, 2025
img
দেশবাসীকে তরুণ ও বিকল্প নেতৃত্ব বেছে নিতে আহ্বান এনসিপির Jul 04, 2025
দুই কিডনি বিকল বাবার শেষ আর্তি: "আমাকে বাঁচান" Jul 04, 2025
img
এনসিপি শুধু ঢাকাকেন্দ্রিক উন্নয়নে বিশ্বাসী নয়: নাহিদ Jul 04, 2025
img
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের প্রত্যাশা দিনদিন ফিকে হচ্ছে : খায়রুল কবির Jul 04, 2025
অবিবাহিতদের জন্য গুরুত্বপূর্ণ কথা | ইসলামিক জ্ঞান Jul 04, 2025
‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকাতে দেখা যেতে পারে শাকিব খানকে Jul 04, 2025
শাকিবের জন্য লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেছেন আরশ খান Jul 04, 2025
img
যাদের যোগ্যতা নেই, তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায়: আমিনুল হক Jul 04, 2025
img
গণ-অভ্যুত্থান নিয়ে মন্তব্যের জেরে শিক্ষার্থীর চুল কেটে থানায় সোপর্দ Jul 04, 2025
img
জুলাই-আগস্টে রাজপথে মুখরিত হয়েছিল যেসব স্লোগান Jul 04, 2025
ফারিণের এক নম্বর স্বামীর খোঁজ জানতে চাইলেন নিশো Jul 04, 2025
নিজ দলের কর্মীদের হাতে ন্যাড়া স্বেচ্ছাসেবক নেতা! Jul 04, 2025
ভিআইপি রুম না পেয়ে বারে তাণ্ডব, যুবদল নেতা বহিষ্কার Jul 04, 2025