সাকিবের বিশ্বরেকর্ডের দ্বারপ্রান্তে গিয়েও থেমে যেতে হলো অজি অলরাউন্ডার মিচেল ওয়েনকে। ব্যাট-বলে দাপট দেখিয়ে টানা চার ম্যাচে ম্যাচসেরার পুরস্কার জিতেও ইতিহাসের পাতায় নাম লেখাতে পারলেন না ওয়েন। পঞ্চম ম্যাচে এসে নিষ্প্রভ পারফরম্যান্সের কারণে ভেঙে গেল সাকিবকে ছুঁয়ে ফেলার স্বপ্ন। ফলে টি-টোয়েন্টি ক্রিকেটের গর্বিত এই রেকর্ডটিতে এখনো একচ্ছত্র আধিপত্য টাইগার ক্রিকেটের সবচেয়ে বড় সুপারস্টার সাকিব আল হাসানের।
২০২২ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফরচুন বরিশালের হয়ে খেলতে নেমে ইতিহাস গড়েছিলেন সাকিব। টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে টানা পাঁচ ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে নিজের নাম লিখিয়েছিলেন রেকর্ডবুকে, যেই রেকর্ড আজও অধরা বাকি সবার জন্য।
কিন্তু সেই রেকর্ডটাকেই যেন হুমকির মুখে ফেলে দিয়েছিলেন মিচেল ওয়েন। যুক্তরাষ্ট্রে চলমান মেজর লিগ ক্রিকেটে ওয়াশিংটন ফ্রিডমের হয়ে খেলতে নেমে ব্যাট ও বল হাতে একের পর এক বিস্ফোরক পারফরম্যান্সে টানা চার ম্যাচে নিজের করে নেন ম্যাচসেরার পুরস্কার। তখনই শুরু হয় আলোচনা, সাকিবের সেই রেকর্ড বুঝি এবার স্পর্শ হয়েই যাবে!
তবে সেই সম্ভাবনার দৌড় থেমে যায় টেক্সাসের বিপক্ষে পঞ্চম ম্যাচে। বৃষ্টি বিঘ্নিত পাঁচ ওভারের ম্যাচে বল হাতে প্রথমে দুই ওভারে খরচ করেন ৩৯ রান, যার মধ্যে শেষ ওভারে দেন ২৮ রান! ব্যাট হাতেও ছিলেন নির্বিষ, ছয় বল খেলে মাত্র সাত রান। সব মিলিয়ে ম্যাচের মোড় ঘোরাতে পারেননি একটুও। আর তাতেই শেষ হয়ে যায় টানা পাঁচ ম্যাচে ম্যাচসেরা হওয়ার স্বপ্ন। তবে এই যাত্রাটা ছিল চোখ ধাঁধানো। শুরুটা করেছিলেন এম আই নিউইয়র্কের বিপক্ষে। বিশাল ১৮৯ রানের লক্ষ্যে মাত্র ২৬ বলে ৬০ রানের বিস্ফোরক ইনিংস খেলে নিজের জাত চেনান। বল হাতেও ছিলেন কার্যকর, চার ওভারে ২৯ রানে এক উইকেট। স্বভাবতই ম্যাচসেরার পুরস্কার উঠেছিল তার হাতেই।
এরপরের ম্যাচে আরও উজ্জ্বল ওয়েন। ব্যাট হাতে ৫২ বলে ৮৯ রানের অসাধারণ ইনিংস, সঙ্গে বল হাতে তুলে নেন ৩ উইকেট। দলকে জেতান ২২৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করে। পরের ম্যাচে লস অ্যাঞ্জেলসের বিপক্ষে খেলেন ১৬ বলে ৪৩ রানের বিধ্বংসী ইনিংস, আবারও ম্যাচসেরা। চতুর্থ ম্যাচে ব্যাটে না চললেও বল হাতে বাজিমাত। সান ফ্রান্সিস্কো ইউনিকর্নসের বিপক্ষে মাত্র ৩ ওভারে ১৭ রানে তুলে নেন ৫ উইকেট। ছোট লক্ষ্যকে পাহাড় বানিয়ে দেন নিজের স্পেলে। আরেকটি ম্যাচসেরার পুরস্কার যায় তার দখলে।
টানা চার ম্যাচে ম্যাচসেরা হয়ে ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসনের মতো কিংবদন্তিদের পাশে নাম লেখান এই অজি অলরাউন্ডার। সামনে ছিল শুধু সাকিবের উচ্চতম শিখর। কিন্তু এক ম্যাচের ব্যর্থতা ওয়েনকে সেই শিখরের পথ থেকে ছিটকে দিলো। সাকিবের রেকর্ড তাই আপাতত অটুট। টানা পাঁচ ম্যাচে ম্যাচসেরা হওয়ার সেই বিরল কীর্তি এখনও শুধুই সাকিব আল হাসানের।
ইউটি/এসএন