বলিউডের ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে নির্বাক অথচ হৃদয়ছোঁয়া অভিনয় করে সারা দেশের মন জয় করেছিলেন শিশু অভিনেত্রী হর্ষালি মালহোত্রা। এবার সেই মিষ্টি মুখের মেয়েটিই ফিরছেন এক নতুন রূপে — সরাসরি দক্ষিণী ছবির বিশাল ক্যানভাসে। তেলুগু ইন্ডাস্ট্রির প্রতীক্ষিত ছবি ‘আখণ্ড ২’-তে তার চরিত্রই হতে চলেছে গল্পের কেন্দ্রবিন্দু।
‘আখণ্ড ২’ পরিচালনা করছেন বয়াপতি শ্রীনু, যিনি তার ভিজ্যুয়াল জাঁকজমক আর উত্তেজনাপূর্ণ গল্প বলার জন্য পরিচিত। বালাকৃষ্ণার নেতৃত্বে এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি সুপারহিট হয়েছিল, আর সিক্যুয়েলটিকে আরও বড়, আরও আবেগময় করার লক্ষ্যেই বেছে নেওয়া হয়েছে হর্ষালিকে।
‘আখণ্ড ২’-তে হর্ষালি মালহোত্রা অভিনয় করছেন জননী চরিত্রে। শুটিংয়ের ফার্স্ট লুকেই দেখা গেছে তাকে ট্র্যাডিশনাল হাফ শাড়িতে, এক মাধুর্যপূর্ণ, নিষ্কলুষ গ্রামীণ রূপে। তবে এই সাদামাটা রূপের মধ্যেই লুকিয়ে রয়েছে ছবির আসল রহস্য। কারণ গল্পের মূল চালিকা শক্তিই এই জননী চরিত্র।
চলচ্চিত্রের বড় অংশের শুটিং হয়েছে মানালি ও জর্জিয়ার মনোরম লোকেশনে। বর্তমানে শুটিং চলছে হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে। নির্মাতাদের মতে, হর্ষালির যোগদানে শুধু আবেগ নয়, নাটকীয়তাও অনেক বেড়েছে।
প্রযোজনায় থাকছে ১৪ রিলস প্লাস, উপস্থাপনায় এম তেজস্বিনী নন্দামুরি। মুক্তির দিনও ঠিক হয়ে গেছে — আসছে ২৫ সেপ্টেম্বর ২০২৫, দশেরার বিশেষ দিনে। উৎসবের মরশুমে দর্শকদের উপহার দিতে তৈরি হচ্ছে এই আধ্যাত্মিক অ্যাকশন-ড্রামা।
হর্ষালির এই কামব্যাক নিঃসন্দেহে তার ক্যারিয়ারের এক বড় মাইলফলক। পাকিস্তানি গ্রামের বোবা মেয়ের চরিত্র থেকে শুরু করে তেলুগু অ্যাকশন সিনেমার আধ্যাত্মিক প্লটের প্রাণ হয়ে ওঠা — এক সম্পূর্ণ নতুন যাত্রা।
‘আখণ্ড ২’ যে শুধু অ্যাকশন নয়, আবেগ, বিশ্বাস আর সম্পর্কের গল্প বলবে, তা এই চরিত্র দিয়েই স্পষ্ট। হর্ষালি মালহোত্রার এই রূপান্তর ভক্তদের জন্য এক বড় চমক হয়ে থাকবে।
এফপি/ টিকে