হাসারাঙ্গাকে সামলানোর নতুন কৌশল খুঁজে পেল বাংলাদেশ!

বাংলাদেশের বিপক্ষে খেলা সবশেষ তিন ওয়ানডেতে একাই ১০ উইকেট নিয়েছেন হাসারাঙ্গা। পরের ম্যাচেও সফরকারীদের গলার কাঁটা হয়ে উঠতে পারেন তারকা এই লেগ স্পিনার। হাসারাঙ্গাকে সামলাতে বাঁহাতি ব্যাটারদের বেশি বল খেলার পরামর্শ পেয়েছেন বাংলাদেশের ব্যাটাররা।


প্রেমাদাসায় ২৪৫ রানের লক্ষ্য তাড়ায় ঠিক পথেই ছিলেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। অভিষিক্ত পারভেজ হোসেন ইমন দ্রুত ফিরলেও তারা দুজনে মিলে সেটার প্রভাব পড়তে দেননি। ১৬ ওভার শেষে বাংলাদেশের রান ৯৬, উইকেট হারিয়েছে একটা। পরিস্থিতি বিবেচনায় জয়টা বাংলাদেশের হওয়ার কথা ছিল। অথচ শান্ত রান আউটে কাটা পড়তেই দুমড়ে-মুচড়ে গেছে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। প্রথমবার বোলিংয়ে এসেই সব লণ্ডভণ্ড করে দেন হাসারাঙ্গা।



নিজের করা দ্বিতীয় বলেই লিটন দাসকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেছেন ডানহাতি এই লেগ স্পিনার। একই ওভারে হাফ সেঞ্চুরিয়ান তানজিদের উইকেটও নিয়েছেন তিনিই। পরবর্তীতে মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিকও লঙ্কান স্পিনারের শিকার হয়েছেন। ৭.৫ ওভারে মাত্র ১০ রান খরচায় হাসারাঙ্গা নিয়েছেন ৪ উইকেট। দ্বিতীয় ওয়ানডেতেও তাকে সামলানোর চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশি ব্যাটারদের।

প্রথম ম্যাচ হেরে হাসারাঙ্গাকে সামলানোর উপায় খুঁজে বের করার চেষ্টা করেছে সফরকারীরা।

লম্বা আলোচনার ফাঁকে বাংলাদেশি ব্যাটারদের পরামর্শ দেয়া হয়েছে যখন হাসারাঙ্গা বোলিং করবেন তখন যেন উইকেটে থাকা বাঁহাতি ব্যাটাররা যতটা সম্ভব বেশি বল খেলে। এমন পরিকল্পনা কাজে দিতে পারে সফরকারীদের। পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত ৭৯ টি-টোয়েন্টিতে ১৩১ উইকেট নিয়েছেন হাসারাঙ্গা।

যেখানে ১০৩ উইকেট নিয়েছেন ডানহাতি ব্যাটারের, বাকি ২৮ উইকেট পেয়েছেন বাঁহাতি ব্যাটারের। ৫০ ওভারের ক্রিকেটে ৬৪ ম্যাচে শিকার ১০৩ উইকেট। যার ৭৪টি ডানহাতি এবং বাকি ২৯ উইকেট নিয়েছেন বাঁহাতি ব্যাটারের।

হাসারাঙ্গাকে সামলাতে এই পথেই হাঁটতে চায় বাংলাদেশ। এ প্রসঙ্গে তানজিদ বলেন, ‘দেখুন, আমাদের একটা লম্বা আলোচনা হয়েছে গত ম্যাচের ব্যাপারে। সেখানে কোচ আমাদের কিছু তথ্য দিয়েছে। গত ম্যাচে আমরা যেভাবে ধসে পড়েছি সেখানে একটাই তথ্য, এরকম উইকেটে যারা থিতু হতে তাদের ম্যাচ শেষ করতে হবে।

কারণ উইকেটে গিয়েই, নতুন ব্যাটারদের জন্য কঠিন। কারণ ওদের ভালো মানের স্পিনার আছে। তাদের বিপক্ষে ব্যাটিং করা। যারা থিতু হওয়া ব্যাটার থাকবে তাদের কাজ হবে ইনিংস যত লম্বা করা যায়। হাসারাঙ্গার বিপক্ষে বাঁহাতি ব্যাটার যারা থাকবে তাদের বেশি খেলা উচিত। কারণ বাঁহাতিদের বিপক্ষে সে ওতো ইফেক্টিভ না যতটা ডানহাতি ব্যাটারদের বিপক্ষে। এরকম কিছু তথ্য আমাদের দেয়া হয়েছে যেগুলো সামনের ম্যাচে সবাই কাজে লাগাবে আশা করি।’ 

কলম্বোর উইকেটে ম্যাচ জিততে থিতু হওয়া ব্যাটারদের ম্যাচ শেষ করার পরামর্শ দিয়েছেন তানজিদ। তিনি বলেন, ‘দেখুন, এখানে যে রকম উইকেট তাতে এখানে সবচেয়ে বেশি দরকার হচ্ছে যারা উইকেটে থিতু হবে তাদের আসলে অনেক লম্বা ইনিংস খেলতে হবে। আমি আর শান্ত ভাই যেভাবে থিতু হয়েছিলাম ওখানে যদি আমরা কয়েকটা ওভার থাকতে পারতাম, অন্তত ৫ থেকে ১০ ওভার।

যদিও আরও খানিকটা থিতু হতে পারতাম তাহলে ম্যাচটা অনেক ভালোভাবে বেরিয়ে আসতো এবং পরবর্তী ব্যাটারদের জন্য সহজ হয়ে যেতো।আমার বার্তা থাকবে যারা থিতু হবে তাদের যেন শেষ পর্যন্ত খেলার চেষ্টা করতে হবে, ম্যাচটা বের না হওয়া পর্যন্ত। কারণ নতুন ব্যাটার যদি উইকেটে যায় তাহলে জন্য একটু কঠিন সময়।’

ভালো শুরুর পরও ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারায় বাংলাদেশ। অবিশ্বাস্য এক ব্যাটিং ধসে সফরকারীদের হারতে হয়েছে ৭৭ রানে।তানজিদের সঙ্গে শেষের দিকে জাকেরের হাফ সেঞ্চুরি কেবলহারের ব্যবধানই কমিয়ে দিয়েছে। তিন ম্যাচের সিরিজে ১-০তে পিছিয়ে থেকে ৫ জুলাই একই মাঠে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। 

তানজিদের জানান, পরের দুই ম্যাচ চিন্তা না করে শুধুমাত্র দ্বিতীয় ওয়ানডেতে ফোকাস করতে চান তারা।

দলের লক্ষ্য নিয়ে বাংলাদেশের ওপেনার বলেন, ‘দলের লক্ষ্য হচ্ছে, যেহেতু তিন ম্যাচের সিরিজ, একটা হয়েছে এবং সামনে আরও দুই ম্যাচ বাকি আছে। আমরা দুই ম্যাচের চিন্তা করছি না কারণ সামনের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ সিরিজে টিকে থাকতে। আমাদের সবার সামনের ম্যাচে ফোকাস থাকবে।’

এমআর 

Share this news on:

সর্বশেষ

img
‘দেশকে যদি রক্ষা করতে হয়, বিএনপি ছাড়া কোনো বিকল্প নেই’ Jul 05, 2025
img
বয়স বাড়লে হৃদ্‌যন্ত্রের যত্নে নিয়মিত খেতে হবে সবুজ শাকসবজি Jul 05, 2025
img
৮ ঘণ্টার ঘুম কি আদৌ জরুরি? জেনে নিন Jul 05, 2025
img
আল্লু অর্জুন ও অ্যাটলির অ্যাকশন ছবিতে অভিনেত্রী ম্রুনাল ঠাকুরের ঝলক! Jul 05, 2025
img
রাজপথ এনসিপি ও ছাত্র-জনতার দখলে থাকবে: সামান্তা শারমিন Jul 05, 2025
img
টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণ গেল অন্তত ১৩ জনের Jul 05, 2025
img
‘আরও ভাল হওয়ার জায়গা আছে’, আমিরকে সরাসরি সমালোচনা নতুন প্রেমিকা গৌরীর! Jul 05, 2025
img
'জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে প্রত্যেক নাগরিকের মৌলিক স্বাধীনতা নিশ্চিত করা হবে' Jul 05, 2025
img
'বিএনপিতে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের স্থান নেই' Jul 05, 2025
img
হাইকোর্টে খারিজ সাইফের আবেদন, ১৫ হাজার কোটি টাকার সম্পত্তি চলে যাবে সরকারের দখলে! Jul 05, 2025
img
সম্পর্কের টানাপোড়েনের গল্প বলল ‘মেট্রো ইন দিনো’ সিনেমা, দেখে নিন রিভিউ Jul 05, 2025
img
বিচ্ছেদ জল্পনার মাঝেই সোহেলের মায়ের জন্মদিন উদযাপনে অভিনেত্রী তিয়াসা! Jul 05, 2025
img
যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Jul 05, 2025
img
'বাংলাদেশে ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না' Jul 05, 2025
img
জুলাই ঘোষণাপত্র অবশ্যই নতুন সংবিধানে যুক্ত করতে হবে : নাহিদ ইসলাম Jul 05, 2025
img
৩৬ জুলাইয়ে শহীদ হওয়ার খুব কাছাকাছি ছিলাম : আসিফ মাহমুদ Jul 05, 2025
img
ইসরায়েলকে সশস্ত্র বাহিনী বড় ধরনের শিক্ষা দিয়েছে: পেজেশকিয়ান Jul 05, 2025
img
গোলাম মাওলা রনি অসত্য তথ্য ছড়াচ্ছেন: প্রেস সচিব Jul 05, 2025
img
৮ বছর পর বিচ্ছেদ নিয়ে নিজের ভুল স্বীকার অভিনেত্রী মিথিলার Jul 05, 2025
img
টানা ব্যর্থতার পর ‘মেট্রো ইন দিনো’ ছবিতে সব আশা অভিনেত্রী সারার! Jul 05, 2025