এজবাস্টনে প্রথম ইনিংসে সেঞ্চুরি করার সুযোগ ছিল রবীন্দ্র জাদেজার। কিন্তু ১১ রানের জন্য তা হাতছাড়া করেছেন। ৮৯ রান করে আউট হয়েছেন তিনি। তার পরেও একটা রেকর্ড গড়েছেন ভারতীয় এই অলরাউন্ডার। তিনি ছুঁয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার কপিল দেবকে।
এসইএনএ (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশগুলোতে টেস্টে ৮টি ফিফটি করেছেন জাদেজা। এই চার দেশে কপিলেরও ৮টি অর্ধশতরান রয়েছে।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সাত বা তার নীচে ব্যাট করতে নেমে এই চার দেশে টেস্টে অর্ধশতরানের তালিকায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন তারা। এই তালিকায় শীর্ষে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। তার ১৬টা অর্ধশতরান রয়েছে এই চার দেশে।
টেস্ট সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছিল না জাদেজার। এই ইনিংসের আগের ৬ ইনিংসে একবারও ৩০ রানও করতে পারেননি তিনি। ব্যাট হাতে তার খারাপ ফর্মের কারণে অনেকে তাকে দলের বাইরে রাখার পরামর্শও দিয়েছিলেন। কিন্তু তার উপর আস্থা রাখেন গৌতম গম্ভীর ও শুবমান গিল। সেই আস্থার প্রতিদান দিয়েছেন তিনি।
এজবাস্টনে জাদেজা যখন ব্যাট করতে নামেন তখন ভারতের রান ৫ উইকেটে ২১১। সেখান থেকে গিলের সঙ্গে জুটি গড়েন তিনি। মোট ৪৬ ওভার ব্যাট করে এই জুটি। দুজনে মিলে যোগ করেন আরও ২০৩ রান। তাদের ব্যাটে কঠিন পরিস্থিতি থেকে উঠে আসে ভারত।
কেএন/টিকে