বলিউডে যখন বহু তারকা লড়াই করছেন প্রাসঙ্গিকতা টিকিয়ে রাখতে, তখন অক্ষয় কুমার যেন নিজের রাজত্ব অটুট রেখেছেন। ২০২৫ সালের অর্ধেকটা সময় প্রায় একক দখলে রেখেছেন তিনি। টানা তিনটি সফল সিনেমা আর এক চমকপ্রদ ক্যামিও—সব মিলিয়ে প্রমাণ করেছেন, তিনিই বলিউডের সবচেয়ে নির্ভরযোগ্য তারকা।
‘স্কাইফোর্স’ ছবিতে দেশপ্রেম আর গর্বের এক উড়ান তুলে ধরেছেন অক্ষয়। দিনেশ বিজান প্রযোজিত এই এরোনটিক্যাল ড্রামা জাতীয় গর্বের প্রতীক হয়ে ওঠে। অক্ষয় কুমার এবং বীর পাহাড়িয়া ছিলেন ছবির মুখ্য ভূমিকায়। গল্প আর তারকাখচিত উপস্থিতি মিলে ছবিটি যেন জাতীয় ইভেন্টে পরিণত হয়।
‘কেসারি ২’-এ অক্ষয় আবার ফিরিয়ে এনেছেন ইতিহাসের সেই যুদ্ধের আবেগ। ধর্মা প্রোডাকশনের এই ছবিতে তার পারফরম্যান্স সমালোচকদের চোখে পড়েছে বিশেষভাবে। বলা হয়েছে, সংবেদনশীল এবং হৃদয়স্পর্শী। বক্স অফিসেও ছবিটি সফল হয়েছে, আবারও প্রমাণ হয়েছে—ভালো গল্প মানেই সাফল্য।
‘হাউসফুল ৫’-এ অক্ষয় কুমার দেখিয়েছেন তার দুর্দান্ত কমিক টাইমিং। সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে দীর্ঘ দিনের জুটি আবারও ফিরেছে হাসি-ঠাট্টা আর পাগলামিতে। এই পঞ্চম কিস্তিও বক্স অফিসে জনপ্রিয়তার শীর্ষে।
এছাড়াও, অক্ষয় কুমার চমক দিয়েছেন দক্ষিণ ভারতেও। তেলুগু সিনেমা ‘কন্নাপ্পা’-তে শিবরূপে ক্যামিও করে ভক্তদের অভিভূত করেছেন। দক্ষিণ ভারতের দর্শকের কাছ থেকেও এসেছে প্রশংসার বন্যা। প্যান-ইন্ডিয়া সুপারস্টার হিসেবে তার গ্রহণযোগ্যতা আরও একবার প্রমাণিত হয়েছে।
যখন বলিউডের অন্য অনেক তারকা তাল মেলাতে পারছেন না, অক্ষয় কুমার ছুটছেন নির্ভরযোগ্যতার গতি নিয়ে। তিনটি হিট ছবি, একটি ঐতিহাসিক দেবরূপ ক্যামিও এবং সর্বোপরি বৈচিত্র্য আর প্রাসঙ্গিকতা—সব মিলিয়ে অক্ষয় কুমার স্পষ্ট বার্তা দিচ্ছেন, তিনি শুধু টিকে নেই, তিনি এখনো বলিউড দখলে রেখেছেন।
এফপি/ এসএন