বড় বাজেট, বড় স্বপ্ন—সব মিলিয়ে সুরিয়া অভিনীত ‘কঙ্গুভা’ ছবিটি দক্ষিণী চলচ্চিত্রে নতুন অধ্যায় রচনা করবে বলে আশা করা হয়েছিল। কিন্তু মুক্তির পরই ছবিটি মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। সমালোচক ও দর্শকদের একাংশ ছবির গল্প, পরিচালনা আর উপস্থাপনায় বড় ধরনের দুর্বলতা খুঁজে পান।
পরিচালক সিরুতাই শিভার জন্যও এটি হয়ে দাঁড়ায় কেরিয়ারের অন্যতম ব্যর্থ ছবি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিয়ে শুরু হয় প্রবল ট্রোলিং আর ব্যঙ্গ। ‘কঙ্গুভা’ হয়ে যায় মিম তৈরির খনি।
এছাড়া ছবিটির আর্থিক ক্ষতিও নাকি বিরাট হয়েছে। প্রযোজক মহলে শোনা যাচ্ছে, লগ্নি তুলতেই বেগ পেতে হচ্ছে।
কিন্তু তাতেও থামছে না ফ্যানদের উন্মাদনা। ছবির ডায়লগ লেখক মাধন কারকি এক সাক্ষাৎকারে জানান, কঙ্গুভা আসলে এক বিশাল বিশ্ব নির্মাণের পরিকল্পনা ছিল। সময়ের অভাবে বহু ধারণা বাদ পড়েছে। এই কথার পরেই আগুনে ঘি ঢালার মতো শোরগোল পড়ে—ফ্যানরা সোশ্যাল মিডিয়ায় দাবি তুলেছেন, “পার্ট ২ চাই!”
সমর্থকরা বলছেন, “কঙ্গুভা আসলে সময়ের চেয়ে এগিয়ে থাকা ছবি। এখনই সঠিক সময় দ্বিতীয় পর্বের।” তবে সমালোচকরা একে বলছেন বিভ্রম। কেউ কেউ ব্যঙ্গ করে লিখেছেন, “পার্ট ৩-ও বানিয়ে ফেলুন একবারে!”
ছবির শেষ অংশেই পার্ট ২-এর ইঙ্গিত ছিল ঠিকই। কিন্তু ইন্ডাস্ট্রির খবর, এই বিপুল আর্থিক ক্ষতির পর প্রযোজকেরা আর ঝুঁকি নিতে চান না। আপাতত ‘কঙ্গুভা ২’ shelved হয়ে আছে বলেই শোনা যাচ্ছে।
তবুও চলচ্চিত্র দুনিয়ায় শেষ কথা কখনোই শেষ নয়। যেখানে ব্যর্থ ছবি থেকেও রিডেম্পশন আর্ক তৈরি হয়, সেখানে কঙ্গুভা ২ নিয়ে জোর গুঞ্জন অস্বাভাবিক নয়। তবে এখন পর্যন্ত এই সিক্যুয়েল বেঁচে আছে শুধু ফ্যানদের কল্পনায়।
এফপি/ টিকে