২০২৫ সালে বিশ্বব্যাপী সিনেমার বাজারে হাজার কোটি রুপি আয় করা যেন নতুন এক সোনার মানদণ্ড হয়ে দাঁড়িয়েছে। তবে বছরের অর্ধেক পেরিয়েও এখনো সেই অভিজাত ক্লাবে ঢুকতে পারেনি কোনো ছবি। ভিকি কৌশলের ‘ছাভা’ ভালো চললেও হাজার কোটির গণ্ডি ছুঁতে পারেনি। ফলে এখন সব আলোচনার কেন্দ্রবিন্দুতে দুটি ছবি—‘কুলি’ এবং ‘ওয়ার টু’।
‘কুলি’ নিয়ে দক্ষিণের সিনেমা ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন। রজনীকান্তের নতুন মাসি অবতারের অপেক্ষায় গোটা ভারত। পরিচালক লোকেশ কানাগরাজ ইতিমধ্যেই অ্যাকশন বিনোদনের জন্য নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। এই ছবিতে রজনীর সঙ্গে নাগার্জুনা ও আরও একঝাঁক তারকা অভিনেতা থাকবেন। এর টিজার আর শিরোনাম সংগীত ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে। দর্শকদের উত্তেজনা তুঙ্গে। তবে ছবিটি শুধু শুরুতে ঝড় তুললেই হবে না, টিকে থাকার জন্য প্রয়োজন হবে শক্তিশালী গল্প আর ভালো রিভিউ।
অন্যদিকে ‘ওয়ার টু’ নিয়ে উত্তেজনা একেবারে অন্য স্তরে। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে এই ছবিটি এক নতুন অধ্যায়। এখানে হৃতিক রোশন মুখোমুখি হবেন জুনিয়র এনটিআরের। উত্তরের সুপারস্টার আর দক্ষিণের সুপারস্টার এক ফ্রেমে—এর চেয়ে বড় আকর্ষণ আর কী হতে পারে! পরিচালনায় আয়ান মুখার্জি, যিনি নতুন ধরনের গল্প বলার জন্য পরিচিত। ২০১৯ সালের ‘ওয়ার’ বিশাল হিট হয়েছিল। এবার বাজি ধরা হয়েছে আরও বড় অ্যাকশন আর স্কেলের ওপর। ফ্র্যাঞ্চাইজির শক্তি, সুপারস্টারদের বিশাল ফ্যান বেস এবং আন্তর্জাতিক রিলিজ কৌশল ‘ওয়ার টু’-কে এক গুরুত্বপূর্ণ প্রতিযোগী করে তুলেছে।
এদিকে ২০২৫ সালের বক্স অফিসের ছবিগুলোর আয় পরিসংখ্যানও বেশ আকর্ষণীয়। ‘ছাভা’ বিশ্বব্যাপী ৭৮০ থেকে ৮০০ কোটির ঘরে ঘুরছে। ‘হাউসফুল ৫’ আয় করেছে ৩০০ কোটির বেশি। ‘রেইড ২’, ‘সন অব সরদার ২’, ‘সাইয়ারা’—সবই ভালো চললেও হাজার কোটির ক্লাব থেকে অনেক দূরে।
বিশেষজ্ঞদের মতে, হাজার কোটির ক্লাবে ঢুকতে হলে চাই সর্বভারতীয় দর্শক টানার ক্ষমতা। মাস এবং ক্লাস দুই ধরনের দর্শকের মন জয় করা ছাড়া উপায় নেই। এর সঙ্গে থাকতে হবে আন্তর্জাতিক বাজারে সুপরিকল্পিত মুক্তি, দীর্ঘস্থায়ী রিভিউ, মুখে-মুখে প্রশংসা আর ভিজ্যুয়াল ও গল্পে নতুনত্বের ছোঁয়া।
সবকিছু মিলিয়ে এখন ২০২৫ সালের বক্স অফিস যুদ্ধে নজর থাকবে এই দুই মহাযোদ্ধার দিকে। ‘কুলি’ বনাম ‘ওয়ার টু’—কে আগে ইতিহাস লিখবে? ভারতীয় সিনেমার বাণিজ্যিক মানচিত্রে হাজার কোটি রুপি আয়ের নতুন মাইলফলক গড়তে কে হবে বিজয়ী? উত্তরের জন্য সিনেমাপ্রেমীদের অপেক্ষা করতে হবে বছরের শেষ পর্যন্ত।
এফপি/ টিএ