দক্ষিণের জনপ্রিয় নায়ক সুরিয়া আবারও খুঁজে পেয়েছেন সেই গল্প, যা তাঁকে দর্শকের হৃদয়ে ফিরিয়ে আনতে পারে। শোনা যাচ্ছে, 'বিশ্বনাথন অ্যান্ড সন্স' নামের এক আবেগঘন পারিবারিক চলচ্চিত্রে কাজ করতে চলেছেন তিনি, যার পরিচালনায় রয়েছেন তেলুগু নির্মাতা ভেঙ্কি আটলুরি। যদিও ছবির নাম ও বিষয়বস্তু এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে চলচ্চিত্র মহলে গুঞ্জন তুঙ্গে — এই ছবিই হতে পারে সুরিয়া-র জন্য এক গুরুত্বপূর্ণ মোড়।
প্রথমে এই প্রকল্পটি ছিল মারুতি ৮০০ গাড়ির নির্মাতা সংক্রান্ত একটি জীবনীচিত্র, যেখানে সুরিয়া অভিনয় করার কথা ছিল। কিন্তু 'সূররাই পোট্রু' ও 'জয় ভীম'-এর মতো দুই বাস্তবধর্মী ছবির পর সুরিয়া আরেকটি বাস্তবচরিত্রে অভিনয় করতে চাননি। তাই পরিচালক ভেঙ্কি আটলুরি পুরো পরিকল্পনা বদলে দেন। তৈরি হয় এক নতুন গল্প — যেখানে থাকবে উত্তরাধিকার, প্রজন্মের দ্বন্দ্ব, পারিবারিক বন্ধন ও আবেগ।
এই গল্পে দেখা যেতে পারে একটি পারিবারিক ব্যবসাকে ঘিরে একাধিক প্রজন্মের গল্প, যেখানে পুরনো মূল্যবোধের সঙ্গে নতুন সময়ের সংঘাত যুক্ত হবে। বাবা-ছেলের সম্পর্ক, ঐতিহ্য বনাম আধুনিকতার দ্বন্দ্ব — সব মিলিয়ে 'বিশ্বনাথন অ্যান্ড সন্স' হতে পারে এমন এক আবেগঘন পারিবারিক নাটক, যা বহুদিন পরে দর্শকদের প্রেক্ষাগৃহমুখী করতে পারে।
ভেঙ্কি আটলুরি ইতিমধ্যেই 'থমলি প্রেমা' ও 'লাকি বাস্কর'-এর মতো হৃদয়স্পর্শী চলচ্চিত্র উপহার দিয়েছেন। তাই তাঁর পরিচালনায় একটি শক্তিশালী পারিবারিক গল্প নির্মাণের সম্ভাবনা আরও জোরালো হয়েছে। সুরিয়া-ভক্তদের প্রত্যাশাও এই নতুন রূপে তাঁকে ঘিরে আরও বেড়ে গেছে।
চলচ্চিত্রটি এখন পরিকল্পনার প্রাথমিক পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই কুশলী অভিনেতা-অভিনেত্রীদের তালিকা, প্রযোজক ও নির্মাণ সংক্রান্ত যাবতীয় তথ্য জানানো হবে। আপাতত সবাই অপেক্ষায় রয়েছেন এই ছবির আনুষ্ঠানিক ঘোষণার।
যেখানে সুরিয়া নিজের কর্মজীবনে নতুন বার্তা দিতে চাইছেন, সেখানে 'বিশ্বনাথন অ্যান্ড সন্স' হয়ে উঠতে পারে তাঁর ‘আবেগঘন প্রত্যাবর্তন’ — আবেগ আর সংবেদনশীলতার নিখুঁত মিশ্রণ।
এসএন