নানা জল্পনার পর অবশেষে বড় পর্দায় পা রাখতে চলেছেন সঞ্জয় কাপুর ও মাহিপ কাপুরের কন্যা শানায়া কাপুর। তাঁর প্রথম সিনেমা ‘আঁখো কী গুস্তাখিয়াঁ’। সন্তোষ সিং পরিচালিত রোমান্টিক ছবিটিতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। গত মঙ্গলবার মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার।
তবে বলিউডে যাত্রা শুরু হওয়ার আগে এক অদ্ভুত অভিজ্ঞতা থেকে শিক্ষা অর্জন করেছেন শানায়া। নিজের শরীর, পোশাক এবং চেহারা নিয়ে অনলাইনে নোংরা মন্তব্য আর রুচিহীন কটাক্ষের শিকার হয়েছেন তিনি। তবে শানায়া এই সবকে কীভাবে নিয়েছেন? জানালেন তিনি নিজেই।
সম্প্রতি, এক সাক্ষাৎকারে শানায়া অকপটে জানিয়েছেন, ‘অনেক সময় মন্তব্যগুলো খুবই নিষ্ঠুর হয়।
কী পোশাক পরছি, দেখতে কেমন, শরীর কেমন- এসব নিয়ে। এগুলো আমি আলাদা করে রেখে দিই। আমি আগে থেকেই একটা যাত্রাপথ পেরিয়ে এসেছি। সেই অভিজ্ঞতা থেকেই শিখেছি কোনটা পাশে সরিয়ে রাখতে হবে আর কোনটা গ্রহণ করতে হবে।
আমি এগুলোকে ইতিবাচকভাবে নিই। এটা আমার অভিনয় দক্ষতার প্রতিফলন, যেখান থেকে আমি শেখার সুযোগ পাই।’
শানায়ার এই মনোভাব সত্যিই প্রমাণ করে যে, তিনি কেবল একজন তারকাসন্তানই নন বরং একজন শক্তিশালী এক নারী ব্যক্তিত্ব যিনি জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে আলিঙ্গন করে এগিয়ে যাচ্ছেন। তার মনোভাবকে সম্মান জানাতে দেখা গেছে অনুরাগীদের। অনেকের মতে, বলিউডে শানায়ার যাত্রা বেশ সফল হবে যদি তিনি নিজের ব্যক্তিত্ব ধরে রাখেন।
অভিনেত্রীর জন্য শুভকামনাও জানিয়েছেন তারা।
এসএন