‘বর্ডার ২’ থেকে বাদ পড়েননি, ভিডিওতেই তা বুঝিয়ে দিলো দিলজিৎ

দেশপ্রেম, সিনেমা, আর রাজনৈতিক বিতর্কের মাঝে যেন বারবার আলোচনার কেন্দ্রে চলে আসছেন পাঞ্জাবি সুপারস্টার দিলজিৎ দোসাঞ্ঝ। তাঁর অভিনীত ছবি ‘সর্দারজি ৩’-এর মুক্তির মুখে যখন দেশজুড়ে উত্তাল প্রতিবাদ, তখন সেই ঝড়েরই উত্তরে নিজের চিরচেনা স্টাইলে জবাব দিলেন এই পপস্টার।

ঘটনার শুরু পাক শিল্পীদের সঙ্গে কাজ করা নিয়ে। দিলজিৎ দোসাঞ্ঝের বিরুদ্ধে অভিযোগ, তিনি একাধিক পাক অভিনেতার সঙ্গে একসঙ্গে পর্দায় কাজ করেছেন। সেই সূত্রেই শুরু হয় প্রশ্ন—এই কি তবে দেশভক্তি? এমনকি বিজেপি ঘনিষ্ঠ ফিল্ম সংগঠন ‘চিত্রপট কামগর অঘোরী’ তাঁকে সরাসরি বয়কটের ডাক দেয়। চলতে থাকে সামাজিক মাধ্যমে ট্রোল আর ব্যঙ্গ।

সবচেয়ে বড় গুঞ্জন—দিলজিতকে নাকি বাদ দেওয়া হয়েছে জেপি দত্তার ঐতিহাসিক যুদ্ধ-চলচ্চিত্রের দ্বিতীয় পর্ব ‘বর্ডার ২’ থেকে। দেশাত্মবোধক সিনেমা থেকে এক পাক-সম্পৃক্ত অভিনেতাকে সরিয়ে দেওয়ার এই খবরে যেন একদল স্বস্তি পায়, আবার অন্য একদল ক্ষুব্ধ হয়।

কিন্তু দিলজিৎ দোসাঞ্ঝ বরাবরের মতো এবারও মুখে কিছু না বলে সরাসরি কাজ দিয়েই জবাব দিলেন। এক ভিডিও পোস্ট করেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। যেখানে দেখা যায়, ‘বর্ডার ২’-এর সেটে চলছে শুটিং, ক্যামেরার পেছনে ব্যস্ত দিলজিৎ। ক্যাপশনে লিখেছেন শুধু ছবির নাম। ব্যাস, এই এক শব্দেই যেন নিভে গেল পুরো বিতর্কের আগুন।

ভিডিওটির সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ—পেছনে বাজছে সেই কালজয়ী গান ‘সন্দেশে আতে হ্যাঁ’। ১৯৯৭ সালের জেপি দত্তার পরিচালিত মূল ‘বর্ডার’ সিনেমার হৃদয়বিদারক মুহূর্তের সেই সুর যেন আবার ফিরিয়ে আনল যুদ্ধের আবেগ, দেশমাতৃকার প্রতি ভালোবাসা।

এই ভিডিওতেই দিলজিৎ বুঝিয়ে দিলেন—যাঁরা তাঁকে দেশদ্রোহ বলে আঙুল তুলছেন, তাঁদের মঞ্চে তিনি নিজের কাজেই পাল্টা জবাব দিতে জানেন। তিনি এখনও ‘বর্ডার ২’-এর অংশ, এবং সিনেমার মাধ্যমে আবারও ফিরিয়ে আনতে চলেছেন যুদ্ধের গৌরবগাথা।

দর্শকের একাংশ বলছেন, বারবার বিতর্কে জড়িয়ে পড়লেও, দিলজিতের সততা ও শালীন প্রতিরোধই তাঁর জনপ্রিয়তার আসল কারণ। ‘সর্দারজি ৩’ কিংবা ‘বর্ডার ২’—প্রতিটি প্রজেক্টেই যেন নিজের অবস্থানকে শক্তিশালী করে তুলছেন এই পাঞ্জাবি সুপারস্টার।

এখন প্রশ্ন একটাই—এই সব বিতর্ক পেরিয়ে কি দিলজিৎ দোসাঞ্ঝ আরও একবার প্রমাণ করবেন, তিনি শুধু এক জন গায়ক বা অভিনেতা নন, বরং নিজের আদর্শে দৃঢ় এক শিল্পী? সময়ই দেবে সেই উত্তর।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
বিয়ের আগের দিন ক্যাম্পাসে এসে আটক জবি ছাত্রলীগ নেতা Jul 04, 2025
img
রাজনীতিতে যোগ দিয়ে ‘সাকিব ও মাশরাফির মতো আমিও ভুল করেছি’ Jul 04, 2025
img
দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজগুলো বাদ দেওয়ার আহ্বান ক্লাসেনের Jul 03, 2025
img
এইচএসসি পরীক্ষায় নকল করায় একই কলেজের ১০ শিক্ষার্থীকে বহিষ্কার Jul 03, 2025
img
সীমান্তে হত্যাকাণ্ড পঞ্চাশ বছরেও কোনো সরকার বন্ধ করতে পারে নাই : নাহিদ ইসলাম Jul 03, 2025
img
পনেরো বছর পর গানে ফিরলেন শঙ্কর চক্রবর্তী Jul 03, 2025
img
‘বর্ডার ২’ করলেও ভবিষ্যৎ অনিশ্চিত দিলজিতের Jul 03, 2025
স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পরও বৈবাহিক সম্পর্ক;শ্রীঘরে মানবাধিকার কর্মী Jul 03, 2025
বিচার বিভাগের সংস্কার নিয়ে যে জটিলতার কথা জানালেন তারেক Jul 03, 2025
ছোট উদ্যোক্তাদের বিপদে ফেলতে পারে বিটিআরসি নীতি, অভিযোগ বিএনপির Jul 03, 2025
যেকারনে হোয়াইট হাউস থেকে বেড়িয়ে যেতে হয় জাকারবার্গকে Jul 03, 2025
মাত্র ৮ মাসেই বদল পররাষ্ট্র সচিব, নীতিহীনতায় অচল মন্ত্রণালয়! Jul 03, 2025
চাঁ'দা না পেয়ে রাজবাড়ী বালু ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম Jul 03, 2025
সুভাষ ঘাইয়ের নতুন সিনেমায় ‘হিরোইন’ চরিত্রে অভিনেতা রীতেশ Jul 03, 2025
img
নতুন চমকের আভাস দিলেন রণবীর সিং Jul 03, 2025
বাংলা নাটকে দর্শকপ্রিয়তার শীর্ষে যে ছয়জন অভিনেত্রী I Jul 03, 2025
ইনজুরি থেকে ফিরে তাসকিনের রাজকীয় প্রত্যাবর্তন Jul 03, 2025
শিশুর নাম রাখার ক্ষেত্রে যা করা যাবে না Jul 03, 2025
img
প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হবে : শিক্ষা উপদেষ্টা Jul 03, 2025
img
‘কুলি’ বনাম ‘ওয়ার টু’ ,বক্স অফিসে হাজার কোটি রুপি ক্লাবে পৌঁছাবে কে? Jul 03, 2025