বলিউডের জনপ্রিয় পরিচালক অনীস বাজমী আবারও দেখালেন কেন তিনি ট্রেন্ড নয়, গল্পে বিশ্বাস রাখেন। ‘মিড ডে শো বিজ আইকন অ্যাওয়ার্ডস ২০২৫’-এ এসে বাজমী জানালেন, বহু প্রতীক্ষিত কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘নো এন্ট্রি ২’-এর শুটিং শিগগিরই শুরু হতে চলেছে। আর হরর-কমেডির আইকনিক সিরিজ ‘ভুল ভুলাইয়া ৪’ এখনো খুঁজছে তার গল্প।
বাজমী বলেন, “‘নো এন্ট্রি ২’ নিয়ে অনেক দিন ধরে ভাবছি। লিখতে, সাজাতে, পরিকল্পনা করতেই অনেক সময় গেছে। তবে এখন প্রায় প্রস্তুত।” আগের ছবিতে সালমান খান, অনিল কাপুর ও ফরদিন খান ছিলেন। এবার নতুন ত্রয়ীতে দেখা যাবে বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর এবং প্রাথমিকভাবে যুক্ত থাকা দিলজিৎ দোসাঞ্ঝ—যিনি ডেট সমস্যার কারণে সরে দাঁড়িয়েছেন।
ছবির শুটিং হবে ইউরোপে, মূলত গ্রিসে। কাস্ট বদল নিয়ে প্রশ্ন উঠতেই বাজমীর সাফ কথা, “আমি ব্যাখ্যা দিই না।” তাঁর এই নির্ভীক ও স্পষ্টভাষী চরিত্র তাঁকে আরও বাস্তব করে তোলে, যেখানে ট্রেন্ড নয়, ভিশনই মুখ্য।
অন্যদিকে, ‘ভুল ভুলাইয়া ৩’-এর ব্যাপক সাফল্যের পর যখন সবাই ভাবছে, বাজমী হয়তো চতুর্থ কিস্তিও দ্রুত শুরু করে দেবেন, তখন তিনি দেখালেন ধৈর্যের উদাহরণ। বললেন, “গল্প এখনো ফাইনাল হয়নি। এটা সহজ নয়। ভালো গল্প না হলে সিনেমা হবে না।”
এই সিরিজে কার্তিক আরিয়ান-এর ‘রূহ বাবা’ চরিত্রে প্রত্যাবর্তন নিয়ে অনেকটাই নিশ্চিত হলেও চতুর্থ কিস্তির সম্ভাব্য মুক্তি ২০২৫ সালে হচ্ছে না বলেই মনে করা যাচ্ছে। আগের কিস্তিতে বিদ্যা বালান ও মাধুরী দীক্ষিতের মতো শক্তিশালী কামব্যাকের পর বাজমীর উপর চাপ আরও বেড়েছে, আর সেটাই তিনি অস্বীকার করছেন না।
তবে একথা নিশ্চিত, বাজমীর কাছে সিরিজ মানেই কনটেন্ট নয়—এন্টারটেইনমেন্ট, আবেগ আর দর্শকের আস্থা। তিনি নিজেই বলেন, “সিরিজ মানেই ব্যবসা — এই ভুল আমি করব না।”
আজ যখন বলিউডে একটার পর একটা সিকুয়েল ঘোষণা হচ্ছে শুধু বাজারের চাহিদা দেখে, তখন বাজমীর এই স্বতন্ত্র সিদ্ধান্ত এক নতুন নজির। একদিকে ‘নো এন্ট্রি ২’ গতি নিচ্ছে, অন্যদিকে ‘ভুল ভুলাইয়া ৪’ এগোচ্ছে ধৈর্য আর মনের খোরাক নিয়ে।
অনীস বাজমী আবারও বুঝিয়ে দিলেন, কমেডি বা হরর নয়—তাঁর কাছে প্রধান হল গল্প বলার শৈলী। আর সেখানেই তিনি অনন্য।
এসএন