দীর্ঘ দু’বছরের সম্পর্কে ইতি টেনেছেন আদিত্য রায় কাপূর ও অনন্যা পাণ্ডে। বিচ্ছেদে নাকি মন ভেঙেছিল অনন্যার। দীর্ঘ দিন তিনি নাকি অবসন্ন ছিলেন। আপাতত অনন্যা নিজের কাজ নিয়ে ব্যস্ত।
ঐশ্বর্যার ঘর ভাঙার চেষ্টা করছেন বলে অভিযোগ, সেই নিমরতের সঙ্গেই ফের ফ্রেমবন্দি অভিষেক!
এ দিকে অনন্যা সঙ্গে সম্পর্কে থাকাকালীনই আদিত্যের প্রতি সারা আলি খান ভাললাগা জাহির করেন। অনুরাগ বসুর ছবি ‘মেট্রো ইন দিনো’ তে জুটি বেঁধেছেন আদিত্য ও সারা। সেখান থেকেই সারার থেকে ঘনিষ্ঠতা তৈরি আর অনন্যার সঙ্গে বিচ্ছেদ? নেটাগরিকেরা বিভিন্ন জল্পনা করছেন।
ছবির প্রচারের বিভিন্ন শহরে যাচ্ছেন দু’জনে। চোখে চোখে কথা হচ্ছে। কখনও আবার ইশারায় কথা বলছেন। সবটাই ধরা পড়ছে ক্যামেরায়। এ সবের মাঝে নিজের নতুন সম্পর্কের কথা জানালেন আদিত্য।
এক ফ্যাশন শোয়ে একসঙ্গে হেঁটেছিলেন আদিত্য-সারা। তাঁদের রসায়ন পছন্দ হয়েছিল অনেকেরই। সম্প্রতি কলকাতায় এসে সারা- আদিত্য অভিব্যক্তি নজর কাড়ে অনেকেরই। এ বার আদিত্যকে নিজের প্রেম জীবন নিয়ে প্রশ্ন করলেন সাংবাদিকের। অভিনেতা বললেন, ‘‘হ্যাঁ আমি নতুন একটা সম্পর্কে রয়েছি, সেটা এই ‘ইন দিনো মেট্রো’ ছবিটার সঙ্গে।’’
‘মেট্রো ইন দিনো’ ছবিতে সারা ও আদিত্য ছাড়াও রয়েছেন অনুপম খের, নীনা গুপ্তা, পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কণা সেনশর্মা, আলি ফয়জল, ফাতিমা সানা শেখ। বর্তমানে সম্পর্কের সমীকরণ নিয়ে তৈরি এই ছবি। অনুরাগ ছবি সম্পর্কে বলেছিলেন, ‘‘মানুষের জন্য মানুষের গল্প নিয়ে তৈরি ‘মেট্রো ইন দিনো’।
পিএ/এসএন