রাজবাড়ীতে চাঁদা না পেয়ে শিমুল শেখ (৩০) নামের এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৯টার দিকে শহরের মাটিপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শিমুল শেখ রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর কলেজপাড়া এলাকার বাসিন্দা ও মৃত আক্কাস শেখের ছেলে। ঘটনার পর গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতাল, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও সর্বশেষ ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
আহতের বড় ভাই জুয়েল শেখ রাজবাড়ী থানায় ১২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। মামলায় পিয়ারুল, আরিফ ওরফে ফুল আরিফ, ইনসান, নয়ন, হাকিম, রমজানসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন সন্ধ্যায় স্থানীয় এক চায়ের দোকানে চা খেতে যান শিমুল শেখ। এ সময় পূর্বপরিচিত পিয়ারুল তাঁকে ডেকে নেন এবং সঙ্গে থাকা ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে প্রথমে নিজেই চাপাতি দিয়ে আঘাত করেন। এরপর সন্ত্রাসীরা দলবদ্ধভাবে শিমুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
স্থানীয়রা এগিয়ে এলে আতঙ্ক সৃষ্টি করতে পিয়ারুল তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। তার সঙ্গে থাকা আরও তিনজনও আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালানোর ভয় দেখায়। হামলাকারীরা ভেবেছিল শিমুল মারা গেছেন, তাই তাঁকে ফেলে রেখে পালিয়ে যায়।
স্থানীয়রা পরে শিমুলকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ফরিদপুর ও পরবর্তীতে ঢাকায় পাঠানো হয়।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মামলার পরপরই অভিযান শুরু হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে আছে।
এসএন