‘গরুর মাংস খান রণবীর’, ভারতজুড়ে বি-র্ত-ক

‘দঙ্গল’খ্যাত পরিচালক নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর প্রথম ঝলক প্রকাশ হলো। বলিউডের অন্যতম বড় বাজেটের (৮৩৫ কোটি) এই সিনেমার প্রথম অংশ মুক্তি পাবে এই বছর। আগামী বছর দিপাবলীতে পর্দায় দেখা যাবে রামায়ণের গল্প, যেখানে রাম হিসেবে অভিনয় করেছেন রণবীর কাপুর। সম্প্রতি প্রথম অংশের কাজ শেষ হওয়ার মুহূর্তটি কেক কেটে সেলিব্রেট করেন রণবীর কাপুর আর রবি দুবে।

দুজনে রাম-লক্ষ্মণের চরিত্রে অভিনয় করছেন এতে। এ সময় রণবীর কাপুরের চোখে পানি দেখা যায়। কারণ ‘রামায়ণ’ ঘিরে তার প্রত্যাশা আকাশ সমান।

রামায়ণে রণবীরের নাম ঘোষণার পর থেকেই এ বিষয়ে অনেক জল্পনা চলেছে যে রণবীর কেমন রাম হবেন।

তবে প্রথম ঝলকে তিনি বুঝিয়ে দিয়েছেন, রণবীর আর রাম প্রায় সমার্থক করে তোলার চেষ্টা করেছেন তিনি অভিনয় দক্ষতায়। কিন্তু এর মধ্যে রণবীরের কড়া সমালোচনা করতে শুরু করেছেন ভারতের অভিনেতা ও বিতর্কিত সিনেমা বিশ্লেষক কমল রশিদ খান (কেআরকে)।

কেআরকে টুইটারে রামায়ণ ও রণবীর কাপুরকে নিয়ে মন্তব্য করে পোস্ট করেছেন। তার মতে, রণবীর গরুর মাংস খান।

রণবীর নিয়মিত মদ্যপান করেন। রণবীর অনেক সময় নেশায় ডুবে থাকেন। তাই যার ব্যক্তিগত জীবন এ রকম, তিনি কত ভালো রাম হতে পারবেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেআরকে।

এক্স হ্যান্ডলে কেআরকে লেখেন, ‘রণবীর কাপুর নিজেই বলেছেন, তিনি একজন ভীষণ গরুর মাংসভোজী। পায়া, নেহারি, ভুনা ছাড়া তিনি চলতেই পারেন না।

তিনি প্রতিদিন মদ্যপান করেন। এ ছাড়া তিনি নেশাজাতীয় জিনিসেরও দারুণ শৌখিন। এখন দেখা যাক, মানুষ তাকে ‘রামায়ণ’-এ রামের চরিত্রে মেনে নেয় কি না!’

তবে কেআরকে রণবীরের বিরুদ্ধে এই তত্ত্ব প্রচার করলেও রণবীর এসবে পাত্তা দেন না মোটেও। বিগত কয়েক বছর ধরে বয়কট কালচারকে বুড়ো আঙুল দেখিয়ে বলিউডের বক্স অফিস দখলে রেখেছেন রণবীর কাপুর।

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার সময় রণবীর কাপুর আর আলিয়া ভাটকে বয়কটের চেষ্টা করেছিলেন অনেকে। তাতে কোনো লাভ হয়নি। আবার রণবীর অভিনীত ‘অ্যানিম্যাল’ নিয়ে অনেক জলঘোলা হয়েছে। তবে বছরের সবচেয়ে বেশি ব্যবসা করেছে সিনেমাটি। তাই রামায়ণের রাম রণবীর হলেও বক্স অফিসে যে বিশাল ঝড় উঠবে, সেটা বুঝতে অসুবিধা হয় না এর প্রথম ঝলক সামনে আসার পর।

দীর্ঘ প্রতীক্ষার পর, অবশেষে রামায়ণের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। যদিও ফার্স্ট লুক টিজারটিতে মূলত ভিএফএক্সের কারিশমা দেখানো হয়েছে। টিজারের শেষের দিকে রণবীর ও যশের লুক প্রকাশ করা হয়েছে। যার ফলে ভক্তদের উন্মাদনা এখন দ্বিগুণ। রামায়ণের টিজার বৃহস্পতিবার (৩ জুলাই) ভারতের প্রধান শহরগুলোতে- মুম্বাই, দিল্লি, আহমেদাবাদ, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা, পুণে এবং কোচিতে দেখানো হবে। এটি কোনো সিনেমার প্রথম ঝলক উন্মোচনের জন্য সবচেয়ে দীর্ঘ অনুষ্ঠানগুলোর মধ্যে একটি হতে যাচ্ছে।

রামায়ণে রণবীর ও যশ ছাড়াও সীতার ভূমিকায় অভিনয় করেছেন সাই পল্লবী। হনুমানের চরিত্রে দেখা যাবে সানি দেওলকে। এ ছাড়া কাজল আগারওয়াল, লারা দত্ত, বিবেক ওবেরয়, অরুণ গোভিল, রাকুল প্রীত সিংয়ের মতো তারকাকে দেখা যাবে এতে। প্রথম টিজারের পর এখন ট্রেলারের অপেক্ষায় দর্শকরা। আগামী বছর দিপাবলীতে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত সিনেমাটি।

এফপি/ টিএ 

Share this news on:

সর্বশেষ

img
বিয়ের আগের দিন ক্যাম্পাসে এসে আটক জবি ছাত্রলীগ নেতা Jul 04, 2025
img
রাজনীতিতে যোগ দিয়ে ‘সাকিব ও মাশরাফির মতো আমিও ভুল করেছি’ Jul 04, 2025
img
দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজগুলো বাদ দেওয়ার আহ্বান ক্লাসেনের Jul 03, 2025
img
এইচএসসি পরীক্ষায় নকল করায় একই কলেজের ১০ শিক্ষার্থীকে বহিষ্কার Jul 03, 2025
img
সীমান্তে হত্যাকাণ্ড পঞ্চাশ বছরেও কোনো সরকার বন্ধ করতে পারে নাই : নাহিদ ইসলাম Jul 03, 2025
img
পনেরো বছর পর গানে ফিরলেন শঙ্কর চক্রবর্তী Jul 03, 2025
img
‘বর্ডার ২’ করলেও ভবিষ্যৎ অনিশ্চিত দিলজিতের Jul 03, 2025
স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পরও বৈবাহিক সম্পর্ক;শ্রীঘরে মানবাধিকার কর্মী Jul 03, 2025
বিচার বিভাগের সংস্কার নিয়ে যে জটিলতার কথা জানালেন তারেক Jul 03, 2025
ছোট উদ্যোক্তাদের বিপদে ফেলতে পারে বিটিআরসি নীতি, অভিযোগ বিএনপির Jul 03, 2025
যেকারনে হোয়াইট হাউস থেকে বেড়িয়ে যেতে হয় জাকারবার্গকে Jul 03, 2025
মাত্র ৮ মাসেই বদল পররাষ্ট্র সচিব, নীতিহীনতায় অচল মন্ত্রণালয়! Jul 03, 2025
চাঁ'দা না পেয়ে রাজবাড়ী বালু ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম Jul 03, 2025
সুভাষ ঘাইয়ের নতুন সিনেমায় ‘হিরোইন’ চরিত্রে অভিনেতা রীতেশ Jul 03, 2025
img
নতুন চমকের আভাস দিলেন রণবীর সিং Jul 03, 2025
বাংলা নাটকে দর্শকপ্রিয়তার শীর্ষে যে ছয়জন অভিনেত্রী I Jul 03, 2025
ইনজুরি থেকে ফিরে তাসকিনের রাজকীয় প্রত্যাবর্তন Jul 03, 2025
শিশুর নাম রাখার ক্ষেত্রে যা করা যাবে না Jul 03, 2025
img
প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হবে : শিক্ষা উপদেষ্টা Jul 03, 2025
img
‘কুলি’ বনাম ‘ওয়ার টু’ ,বক্স অফিসে হাজার কোটি রুপি ক্লাবে পৌঁছাবে কে? Jul 03, 2025