হোয়াইট হাউসে অনুষ্ঠিত সভা থেকে বের করে দেয়া হয়েছে মার্ক জাকারবার্গকে। এমন অভিযোগে ব্যবসায়ী পাড়ায় সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। গত শীতে হোয়াইট হাউস সফরের সময় জাকারবার্গকে প্রেসিডেন্টের অফিস থেকে ‘চলে যেতে বলা’ হয়েছিল বলে এক দীর্ঘ প্রতিবেদনে প্রকাশ করেছে এনবিসি নিউজ। জানা গেছে, বিশেষ ঐ বৈঠকে জাকারবার্গকে থাকতে দিতে চাননি কর্মকর্তারা।
প্রতিবেদনে বলা হয়, ভবিষ্যৎ এফ-৪৭ স্টিলথ ফাইটার জেট নিয়ে ওভাল অফিসে বৈঠকটি হয়। সেখান থেকে মেটা বস মার্ক জাকারবার্গকে বের করে দেওয়া হয়। তবে প্রতিবেদনটি অস্বীকার করেছেন ট্রাম্পের একজন কর্মকর্তা।
জাকারবার্গকে বের করে দেয়ার অভিযোগ অস্বীকার করে এর ব্যাখ্যা দিয়েছে হোয়াইট হাউজ। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য নিউইয়র্ক পোস্টকে বলেছেন, প্রতিবেদনটি পরিস্থিতিকে ভুলভাবে উপস্থাপন করেছে। তাকে চলে যেতে বলা হয়নি। প্রেসিডেন্টের অনুরোধে তিনি ‘হ্যালো’ বলতে আসেন এবং তারপর পাইলটদের সাথে বৈঠকের পরে অন্য একটি বৈঠক শুরু হওয়ায় মার্ককে অপেক্ষা করতে হতো। তাই তিনি চলে যান।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক দুই সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ওভাল অফিসে সামরিক নেতাদের সাথে এফ-৪৭ নিয়ে বৈঠক করছিলেন। ঠিক তখনই ফেসবুকের প্রতিষ্ঠাতা অপ্রত্যাশিতভাবে ভেতরে প্রবেশ করেন।
টিকে/