বলিউডে আবারও আসছে প্রেমের জটিল ত্রিকোণ গল্প। ২০১৯ সালের জনপ্রিয় ছবি ‘পতি পত্নী ঔর ওহ’–এর সিক্যুয়েল এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়েছে। তবে এইবার মুখ্য চরিত্রে থাকছেন আয়ুষ্মান খুরানা, যার সঙ্গে দেখা যাবে সারা আলি খান ও ওয়ামিকা গাব্বিকে।
এই নতুন ছবিতে আয়ুষ্মান খুরানা থাকবেন সেই মধ্যবিত্ত স্বামীর চরিত্রে, যে কর্তব্য আর কামনার টানাপোড়েনে পড়ে বিভ্রান্ত হয়ে যায়। স্ত্রীর চরিত্রে থাকছেন ওয়ামিকা গাব্বি—যিনি শুধু বুদ্ধিমতী বা মিষ্টি নয়, বরং আবেগী, সাহসী ও গভীর মনের মানুষ হিসেবেই ধরা দেবেন। আর রহস্যময় তৃতীয় চরিত্র “ওহ”–এর রূপে থাকছেন সারা আলি খান। তাঁর উপস্থিতি হবে মোহনীয় ও চতুর—যে সম্পর্কের সমীকরণকে আরও জটিল করে তুলবে।
ছবিটি পরিচালনা করবেন মুদাসসার আজিজ, যিনি আগের ছবিটিও পরিচালনা করেছিলেন। প্রযোজনায় থাকছেন ভূষণ কুমার ও জুনো চোপড়া। ছবির গল্প এবার সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি থেকে তৈরি হচ্ছে। শুধু হাসির রসদ নয়—এবার থাকবে নারীদের চোখ দিয়ে দেখা সম্পর্কের বাস্তব রঙ, দ্বন্দ্ব আর আবেগের গভীরতা।
পরিচালক জানিয়েছেন, এই কাহিনি হবে একেবারে মৌলিক, যেখানে হাস্যরস থাকবে ঠিকই, কিন্তু তার ভেতরে থাকবে সমাজের বাস্তব রূপ ও সম্পর্কের নতুন সংজ্ঞা। বলা হচ্ছে, এ ছবির মূল লক্ষ্য শুধু বিনোদন নয়, বরং দর্শকদের ভাবতে শেখানো।
আগামী আগস্টে ছবির শুটিং শুরু হবে। দুই মাসের টাইট শিডিউলে কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। সব ঠিক থাকলে ছবিটি ২০২৬ সালের শুরু বা মাঝামাঝি সময়ে মুক্তি পাবে।
তিন তারকার ক্যারিয়ারও এখন ব্যস্ত। আয়ুষ্মানের সামনে আসছে ‘থামা’ নামে হরর কমেডি, যেটি দীপাবলিতে মুক্তি পাবে। এরপর থাকছে সুরজ বরজাতিয়ার পারিবারিক ছবি। ওয়ামিকার হাতে আছে ‘ভূত বাংলা’, ‘গুডাচারি ২’ সহ একাধিক প্রজেক্ট। সারা আলি খানও বসে নেই—এই মাসেই মুক্তি পাচ্ছে ‘মেট্রো... ইন দিনো’। এছাড়া একটি স্পাই কমেডিতেও আয়ুষ্মানের সঙ্গেই আবার জুটি বাঁধবেন তিনি।
সবমিলিয়ে, ‘পতি পত্নী ঔর ওহ ২’ নিয়ে বলিউডে উন্মাদনা শুরু হয়ে গেছে। ছবিটি যে শুধু হাসির খোরাক হবে না, বরং প্রেমের পুরনো ফর্মুলা ভেঙে নতুন কিছু বলবে, এমনটাই আশা করছেন নির্মাতারা।
এফপি/ টিএ