এ ধরনের নিয়োগ ফ্যাসিস্ট সরকারও করেনি : ডা. খালিদুজ্জামান

বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলেছেন বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান ডা. এস এম খালিদুজ্জামান। নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করে তিনি বলেছেন, ফ্যাসিস্ট আমলেও এমন নিয়োগ হয়নি। 

বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ শিশু হাসপাতালের সামনে প্রজ্ঞাপন ছাড়া অবৈধভাবে চিকিৎসক নিয়োগের প্রতিবাদে সাধারণ চিকিৎসকদের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,আমরা চাই মেধা। আমরা চাই যে আগামীতে এ ধরনের নিয়োগ বাতিল করে স্বচ্ছতার ভিত্তিতে আবার নিয়োগ দেওয়া হোক এবং মেধার ভিত্তিতে এই জাতিকে সামনে এগিয়ে নেওয়া হোক। এখানে বলা হচ্ছে যে, একেবারে খুব ইমারজেন্সি সিচুয়েশনে অনেক সময় চাইলে বোর্ড একটা ডিসিশন নিয়ে নোটিশ করে তারা লোক নিতে পারে। তবে বিশেষ অবস্থায় চিকিৎসক নিয়োগ হতে পারে, সেটি বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে। সরকারি বা স্বায়ত্তশাসিত কোনো হাসপাতালে এভাবে নিয়োগ হতে পারে না। লোকচক্ষুর অন্তরালে কোনো ধরনের সার্কুলার বা নিয়োগ পরীক্ষার তোয়াক্কা না করে নিয়োগ হয়েছে দাবি করে তিনি বলেন, এখানে যতজন আবেদন করেছে ততজনের নিয়োগ হয়েছে। তবে তা-ও হয়েছে অন্ধকারে।

নিয়োগপ্রাপ্ত চিকিৎসকরা নিজেদের বৈধ দাবি করছেন, আপনারা কেন বিরোধিতা করছেন- জানতে চাইলে ডা. খালিদুজ্জামান বলেন, আওয়ামী লীগ সরকারও তাদের সময়ে অনেক নিয়োগকে বৈধ বলেছেন। সেরকমই এটিকেও বৈধ বলা হচ্ছে। কিন্তু আমাদের দায়িত্ব মানুষের কাছে তা তুলে ধরা।

তিনি বলেন, এ ধরনের নিয়োগ ফ্যাসিস্ট সরকারও করেনি। কেন এখানে আমরা এ ধরনের নিয়োগ দেবো। এখানে সার্কুলার দিয়ে মেধা অনুযায়ী নিয়োগ হবে। পেছনের টেবিলে লেনদেনের মাধ্যমে নিয়োগ হলে সেখানে অবশ্যই যোগ্যতার প্রশ্ন থাকে। তারা যোগ্য হলে ফাইট করে এ পদে আসবেন।

তিনি বলেন, এই ঘটনার জন্য আমরা অবশ্যই পরিচালক প্রশাসন তাদেরকেই আমরা দায়ী করছি। যারা নিয়োগ বোর্ডে যারা সাইন করেছেন, আমরা আবারও বলছি যে এই হাসপাতালেরই একজন চিকিৎসক যাকে জাতির সামনে বিপর্যস্ত হতে হয়েছে, অসম্মানিত লাঞ্চিত হতে হয়েছে। আমরা তাদের উদ্দেশে বলতে চাই, আপনারা এগুলো থেকে জাতির কাছে শিক্ষা নিন। একটা দলের হয়ে অসম্মানের ভাগীদার হওয়া বা ভবিষ্যতের একটা কালো অধ্যায়ের সাক্ষী হয়ে না থাকার জন্য আমরা অনুরোধ করব আপনাদের।

উল্লেখ্য, বাংলাদেশ শিশু হাসপাতালে কোনো সার্কুলার বা পরীক্ষা ছাড়াই ৬৫ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন চিকিৎসক ও বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান ডা. এস এম খালিদুজ্জামান। 


ইউটি/এসএন


Share this news on:

সর্বশেষ

img
সোনাক্ষী অভিযোগ: স্বামীর স্নেহেই খানিক মুটিয়ে গেছেন, লোকে বলছেন অন্তঃসত্ত্বা Jul 04, 2025
img
ইনসাফ ও মর্যাদার বাংলাদেশের জন্য লড়াই করছে এনসিপি : নাহিদ ইসলাম Jul 04, 2025
img
অক্ষুণ্ণ রইলো সাকিবের বিশ্বরেকর্ড Jul 04, 2025
img
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে একক কর্তৃত্ব থাকবে না : গোলাম পরওয়ার Jul 04, 2025
img
পুশইন করতে হলে শেখ হাসিনা ও তার দোসরদের পাঠান : নাহিদ Jul 04, 2025
img
‘মেট্রো ইন দিনো’র প্রিমিয়ারে কার্তিকের সঙ্গে দর্শনা! চলছে গুঞ্জন Jul 04, 2025
img
দেশবাসীকে তরুণ ও বিকল্প নেতৃত্ব বেছে নিতে আহ্বান এনসিপির Jul 04, 2025
দুই কিডনি বিকল বাবার শেষ আর্তি: "আমাকে বাঁচান" Jul 04, 2025
img
এনসিপি শুধু ঢাকাকেন্দ্রিক উন্নয়নে বিশ্বাসী নয়: নাহিদ Jul 04, 2025
img
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের প্রত্যাশা দিনদিন ফিকে হচ্ছে : খায়রুল কবির Jul 04, 2025
অবিবাহিতদের জন্য গুরুত্বপূর্ণ কথা | ইসলামিক জ্ঞান Jul 04, 2025
‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকাতে দেখা যেতে পারে শাকিব খানকে Jul 04, 2025
শাকিবের জন্য লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেছেন আরশ খান Jul 04, 2025
img
যাদের যোগ্যতা নেই, তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায়: আমিনুল হক Jul 04, 2025
img
গণ-অভ্যুত্থান নিয়ে মন্তব্যের জেরে শিক্ষার্থীর চুল কেটে থানায় সোপর্দ Jul 04, 2025
img
জুলাই-আগস্টে রাজপথে মুখরিত হয়েছিল যেসব স্লোগান Jul 04, 2025
ফারিণের এক নম্বর স্বামীর খোঁজ জানতে চাইলেন নিশো Jul 04, 2025
নিজ দলের কর্মীদের হাতে ন্যাড়া স্বেচ্ছাসেবক নেতা! Jul 04, 2025
ভিআইপি রুম না পেয়ে বারে তাণ্ডব, যুবদল নেতা বহিষ্কার Jul 04, 2025
img
‘বাংলাদেশে ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না’ Jul 04, 2025