ওয়ানডে ও টেস্টে ডাবল সেঞ্চুরি করা তারকাদের দলে গিল

অধিনায়কত্বের শুরুটা কী দারুণই না কাটছে ভারতীয় তারকা শুভমান গিলের। ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্টে নেমেই সেঞ্চুরি, এরপর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও খেললেন ক্যারিয়ারসেরা এক ইনিংস। চলমান এজবাস্টন টেস্টে ২৬৯ রানে গিলের ব্যাট থেমেছে। যা ভারতীয় কোনো টেস্ট অধিনায়ক হিসেবে সর্বোচ্চ। এ ছাড়া ওয়ানডের পর টেস্টেও ডাবল সেঞ্চুরি করে গিল একটি এলিট লিস্টে নাম তুলেছেন।


৩৮৭ বলের ইনিংসে ৩০টি চার ও তিন ছক্কায় ২৬৯ রান করেন ভারতীয় এই তারকা ব্যাটার। ব্যাট হাতে দারুণ ফর্ম দেখিয়েই যেন রোহিত-কোহলি পরবর্তী ভারতীয় টেস্ট দলের বিশ্বস্ত নামটি ঘোষণা দিতে চাইলেন গিল। ওয়ানডে ও টেস্ট উভয় ফরম্যাটেই ডাবল সেঞ্চুরি করা ব্যাটারের সংখ্যা মাত্র ৫। শেষ নামটি গিলের। এর আগে এই তালিকায় নাম উঠিয়েছেন– শচীন টেন্ডুলকার, রোহিত শর্মা, বীরেন্দর শেবাগ ও ক্রিস গেইল। এই রেকর্ডে নেতৃত্ব দিচ্ছে ভারতীয়রা।

এর আগে ২০২৩ সালের ১৮ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠ হায়দরাবাদে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি (২০৮) করেছিলেন গিল। এবার সাদা পোশাকে পেলেন ম্যারাথন ইনিংসের স্বাদ। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে টেস্ট ও ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করা প্রথম ব্যাটার ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ২০১০ সালে ফেব্রুয়ারিতে তিনি ওই কীর্তি গড়েন। ২৪ বছরের দীর্ঘ ক্যারিয়ারে টেস্টে ছয়টি দ্বিশতক আছে শচীনের। আর ৪৬৩ ওয়ানডেতে করেন একটি ডাবল সেঞ্চুরি। 

এক বছর পরই শচীনের রেকর্ডে ভাগ বসান তার সতীর্থ ওপেনার শেবাগ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১১ সালের ডিসেম্বরে তিনি ওয়ানডে ম্যাচে ২১৯ রানের একটি ইনিংস খেলেন। যা তাকে টেস্টের পর ওয়ানডেতেও দ্বিশতকের যৌথ এলিট লিস্টে প্রবেশ করায়। ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে শেবাগ টেস্টে ছয়টি ডাবল (এর মধ্যে দুটিতে ত্রিপল সেঞ্চুরি) এবং ওয়ানডেতে একটি ডাবল সেঞ্চুরি করেছেন। 

দুটি ফরম্যাটেই ডাবল সেঞ্চুরি করা এর পরের নামটি রোহিত শর্মার। বর্তমানে ভারতের এই ওয়ানডে অধিনায়ক অবশ্য কেবল ওয়ানডেতেই তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন। যা বিশ্বরেকর্ড। ২০১৩ সালে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৯, পরের বছর শ্রীলঙ্কার বিপক্ষে ২৬৪ এবং ২০১৭ সালে একই দলের সঙ্গে ২০৮* রানের ইনিংস খেলেন। রোহিত টেস্টে একমাত্র ডাবল সেঞ্চুরি করেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২০১৯ সালে রাঁচিতে তিনি ২৫৫ বলে বলে ২১২ রানের ইনিংস খেলেন।

একমাত্র নন-ভারতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডে-টেস্ট উভয় ফরম্যাটে ডাবল সেঞ্চুরি আছে ‘ইউনিভার্স বস’খ্যাত ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইলের। ২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ১০৩টি টেস্ট ও ৩০১টি ওয়ানডে খেলেছেন। টেস্টে একটি ডাবল ও দুটি ত্রিপল সেঞ্চুরি এবং ওয়ানডেতে একবার দ্বিশতক করেন এই আগ্রাসী ওপেনার। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৭ বলে ২১৫ রানের ইনিংস খেলেন গেইল।

প্রসঙ্গত, ইংলিশদের বিপক্ষে শুভমান গিলের দ্বিশতকে ভর করে এজবাস্টন টেস্টের লাগাম নিজেদের হাতে রেখেছে ভারত। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ৫৮৭ রান। এরপর নিজেদের প্রথম ইনিংসে খেলতে নেমে দ্বিতীয় দিন শেষে ইংলিশদের সংগ্রহ ৩ উইকেটে ৭৭ রান।


ইউটি/এসএন


Share this news on:

সর্বশেষ

img
অক্ষুণ্ণ রইলো সাকিবের বিশ্বরেকর্ড Jul 04, 2025
img
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে একক কর্তৃত্ব থাকবে না : গোলাম পরওয়ার Jul 04, 2025
img
পুশইন করতে হলে শেখ হাসিনা ও তার দোসরদের পাঠান : নাহিদ Jul 04, 2025
img
‘মেট্রো ইন দিনো’র প্রিমিয়ারে কার্তিকের সঙ্গে দর্শনা! চলছে গুঞ্জন Jul 04, 2025
img
দেশবাসীকে তরুণ ও বিকল্প নেতৃত্ব বেছে নিতে আহ্বান এনসিপির Jul 04, 2025
দুই কিডনি বিকল বাবার শেষ আর্তি: "আমাকে বাঁচান" Jul 04, 2025
img
এনসিপি শুধু ঢাকাকেন্দ্রিক উন্নয়নে বিশ্বাসী নয়: নাহিদ Jul 04, 2025
img
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের প্রত্যাশা দিনদিন ফিকে হচ্ছে : খায়রুল কবির Jul 04, 2025
অবিবাহিতদের জন্য গুরুত্বপূর্ণ কথা | ইসলামিক জ্ঞান Jul 04, 2025
‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকাতে দেখা যেতে পারে শাকিব খানকে Jul 04, 2025
শাকিবের জন্য লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেছেন আরশ খান Jul 04, 2025
img
যাদের যোগ্যতা নেই, তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায়: আমিনুল হক Jul 04, 2025
img
গণ-অভ্যুত্থান নিয়ে মন্তব্যের জেরে শিক্ষার্থীর চুল কেটে থানায় সোপর্দ Jul 04, 2025
img
জুলাই-আগস্টে রাজপথে মুখরিত হয়েছিল যেসব স্লোগান Jul 04, 2025
ফারিণের এক নম্বর স্বামীর খোঁজ জানতে চাইলেন নিশো Jul 04, 2025
নিজ দলের কর্মীদের হাতে ন্যাড়া স্বেচ্ছাসেবক নেতা! Jul 04, 2025
ভিআইপি রুম না পেয়ে বারে তাণ্ডব, যুবদল নেতা বহিষ্কার Jul 04, 2025
img
‘বাংলাদেশে ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না’ Jul 04, 2025
img
লেক্স লুথর-জোকার জুটির স্বপ্ন দেখছেন নিকোলাস হল্ট Jul 04, 2025
img
দুই বছর আলাদা ছিলেন, বিচ্ছেদ হবে মানতেই পারছিলেন না মিথিলা Jul 04, 2025