সড়ক দুর্ঘটনায় লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রের মৃত্যুর খবরে শোকস্তব্ধ ফুটবলবিশ্ব। মাঠের বাইরের এই মর্মান্তিক ঘটনায় শোক জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসিসহ বিশ্বজুড়ে অসংখ্য ফুটবলপ্রেমী।
জোতার মৃত্যুতে ভেঙে পড়েছেন লিভারপুল সমর্থকেরা। গতকাল বৃহস্পতিবার থেকে অ্যানফিল্ডের সামনে ফুল হাতে জড়ো হচ্ছেন তারা। কেউ চোখের জল মুছছেন, কেউ আবার নিশ্চুপ দাঁড়িয়ে জানাচ্ছেন শেষ শ্রদ্ধা। অনেকেই জোতার স্মরণে ২০ নম্বর জার্সি ‘সংরক্ষিত’ রাখার দাবি জানিয়েছেন।
সমর্থকদের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে লিভারপুল এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৪–২৫ মৌসুমে ২০তম লিগ শিরোপা জয়ে জোতার অবদান স্মরণীয় করে রাখতে ২০ নম্বর জার্সিকে ‘অমর’ ঘোষণা করা হয়েছে। তবে ক্লাব আনুষ্ঠানিকভাবে বলেনি, জার্সিটি চিরতরে তুলে রাখা হবে কি-না।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘এপ্রিলে মার্সিসাইড ডার্বিতে সমর্থকদের সামনে করা জয়সূচক গোলটিই ছিল জোতার শেষ গোল, যা চিরকাল লিভারপুল সমর্থকদের হৃদয়ে থাকবে।’
জোতার শেষকৃত্য অনুষ্ঠিত হবে আগামী শনিবার (৫ জুলাই) তার জন্মশহর পর্তুগালের গোন্দোমারে। স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বেলা ৩টা) ‘ইগ্রেজা মাতৃজ দে গোন্দোমার’ গির্জায় হবে তার অন্ত্যেষ্টিক্রিয়া। এর আগে শুক্রবার বিকেলে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার ও তার ভাইয়ের মরদেহ রাখা হবে গির্জার ফিউনারেল চ্যাপেলে।
টিকে/