দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে আবারও বড় পর্দায় ফিরছে দক্ষিণ কোরিয়ার চার সদস্যের সুপারগ্রুপ ব্ল্যাকপিঙ্ক। জিসু, জেনি, রোজে ও লিসা—এই চার শিল্পীর দলটি ভক্তদের কাছে এক অন্যরকম আবেগের নাম।
আগামী ৫ জুলাই দক্ষিণ কোরিয়ার খোয়াং স্পোর্টস কমপ্লেক্সে শুরু হচ্ছে তাদের নতুন বিশ্বভ্রমণ কনসার্ট ‘ডেডলাইন’-এর উদ্বোধনী আয়োজন। প্রায় দুই বছর আট মাস পর নতুন গানের ঘোষণাও শোনা যেতে পারে এই মঞ্চ থেকেই। তাই ভক্তদের মধ্যে উচ্ছ্বাসের শেষ নেই।
২০২৫ ও ২০২৬ সাল জুড়ে এশিয়া, উত্তর আমেরিকা ও ইউরোপের ৩১টি শহরে গান পরিবেশন করবে এই জনপ্রিয় দল। এর আগে ২০২২-২৩ সালের ‘বর্ন পিঙ্ক’ সফরে তারা ৩৪ শহরে ১৮ লাখের বেশি মানুষের সামনে গান গেয়ে সবাইকে মুগ্ধ করেছিল।
২০১৬ সালের ৮ আগস্ট যাত্রা শুরু করা ব্ল্যাকপিঙ্ক আজও বিশ্ব সংগীতের মঞ্চে এক অনন্য নাম। গানের কথা, সুর আর চোখ ধাঁধানো পরিবেশনা—সব কিছুতেই তারা আলাদা। তাদের ভক্তদের ‘ব্লিঙ্ক’ নামে ডাকা হয়, যারা এবারও প্রিয় শিল্পীদের নতুন রূপে দেখতে মুখিয়ে আছে।
নতুন গানের ঘোষণা আর বিশ্বভ্রমণ কনসার্ট নিয়ে কোরিয়ান সংগীতপ্রেমীরা যেমন উচ্ছ্বসিত, তেমনি বিশ্বের নানা প্রান্তের ভক্তদের চোখও এখন দক্ষিণ কোরিয়ার দিকে। শুরু হচ্ছে নতুন উন্মাদনার গল্প।