শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে শোচনীয়ভাবে হেরেছে বাংলাদেশ। স্বাগতিকদের দেওয়া ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চরম বিপর্যয়ে পড়ে মেহেদি হাসান মিরাজের দল।
যদিও শুরুটা ভালোই ছিল, এক উইকেট হারিয়ে দলীয় শতক স্পর্শ করেছিল বাংলাদেশ। এমন শুরুর পর হঠাৎ ছন্দপতন ঘটে। এক উইকেটে ১০০ রান থেকে ১০৫ এ যেতেই সাজঘরে ফেরেন আরও ছয় ব্যাটার।
এরপর আর ম্যাচে ফেরা হয়নি টাইগারদের। ৭৭ রানের জয়ে সিরিজে ১-০তে এগিয়ে যায় শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে আগামীকাল শনিবার আবারো মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। তার আগে আজ দলীয় অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে আসেন ওপেনার তানজিদ হাসান তামিম।
সবশেষ ম্যাচে ব্যাটিং ধস নিয়ে তামিম বলছিলেন, 'আসলে দেখেন এখানে পজিটিভ অনেক ভালো জিনিস হয়েছে নেগেটিভ থেকে। কারণ অনেক ভালো সুযোগ পেয়েছিলাম। ভালো বোলিং হয়েছিল, ফিল্ডিং অনেক ভালো ছিল।
ব্যাটিংয়ের শুরুটা অনেক ভালো ছিল, জাস্ট ১৭ ওভার পরে একটা কলাপ্স হয়েছে। যেটার কারণে ভালো করতে পারি নি। আশা করি যে আমরা এখান থেকে ফিরে আসব। এটা আনএক্সপেক্টেড- দুর্ভাগ্যজনক বলবো। সাধারণত এরকম খেলা আমরা দেখি না, সামনে এরকম ঘটনা ঘটবে না।'
বাকি ব্যাটাররা ব্যর্থ হলেও এদিন ৬১ বলে ৬২ রানের ইনিংস খেলেন তানজিদ তামিম। নিজের পারফরম্যান্স নিয়ে বলেন, 'আমার সবসময় ইচ্ছা থাকে যে ম্যাচ বাই ম্যাচ ভালো করার। প্রতি ম্যাচে ভালো কিছু করা, দলের যেটা চাওয়া সেটা যেন পূরণ করতে পারি। সামনে আরও দুটা ম্যাচ আছে গুরুত্বপূর্ণ। সামনের ম্যাচে সবার ফোকাস থাকবে।'
কেএন/টিকে