ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল আবারও ফিরছেন আলোচনায়—এবার মহাকাব্যিক চরিত্রে। পরিচালক নীতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত 'রামায়ণ' চলচ্চিত্রে যুক্ত হয়েছেন তিনি। যদিও এখনো পর্যন্ত তাঁর চরিত্রের নাম প্রকাশ করা হয়নি, ইন্ডাস্ট্রির গুঞ্জনে নাম ঘুরছে—তিনি নাকি রাবণের স্ত্রী মন্দোদরীর ভূমিকায় অভিনয় করছেন।
সম্প্রতি ‘রামায়ণ’-এর প্রথম ঝলক প্রকাশের পর নিজের সামাজিক মাধ্যমে কাজল লেখেন, “এমন এক কাহিনিতে অংশ হতে পেরে গর্বিত, যা প্রজন্মের পর প্রজন্ম গড়ে তুলেছে… আমাদের সত্য, আমাদের ইতিহাস।” চরিত্রের নাম না বললেও, এই পোস্ট ঘিরেই জল্পনা ছড়িয়ে পড়ে।
ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ সূত্র বলছে, কাজল আগারওয়াল হচ্ছেন সেই মহীয়সী রানী—মন্দোদরী। লঙ্কার রাণী, যিনি বুদ্ধিমতি, রাজনীতি সচেতন এবং একইসঙ্গে করুণ পরিণতির প্রতীক। রাবণের চরিত্রে যশ আর মন্দোদরীর চরিত্রে কাজলের সমন্বয় দর্শকদের জন্য হতে পারে এক চিরস্মরণীয় জুটি।
'রামায়ণ' সিনেমাটি তৈরি হচ্ছে দুই পর্বে। প্রথম পর্ব মুক্তি পাবে দীপাবলি ২০২৬-এ এবং দ্বিতীয় পর্ব ২০২৭ সালে। রামের চরিত্রে থাকছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, আর রাবণ হিসেবে দেখা যাবে কেজিএফ তারকা যশকে।
গত মাসেই কাজল ‘কন্নাপ্পা’ সিনেমায় পার্বতী দেবীর ভূমিকায় দর্শকদের মুগ্ধ করেছেন। এবার তিনি সম্ভবত অভিনয় করছেন আরেক পৌরাণিক চরিত্রে, কিন্তু এইবার এক যুদ্ধবিধ্বস্ত রাজ্যের রাণীর ভূমিকায়—যার সম্মান, জ্ঞান ও বেদনা মিলেমিশে এক অনন্য নারীচরিত্র সৃষ্টি করেছে।
চূড়ান্ত ঘোষণা এখনো বাকি, কিন্তু কাজল আগারওয়ালের এই প্যান-ইন্ডিয়া প্রত্যাবর্তন নিঃসন্দেহে 'রামায়ণ'-কে আরও এক ধাপ ওপরে নিয়ে যাচ্ছে।
এফপি/ টিকে