ইউরোপের শীর্ষস্থানীয় চারটি ক্লাবের বিরুদ্ধে আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে জরিমানা করেছে উয়েফা। শুক্রবার (৪ জুলাই) এক ঘোষণায় বার্সেলোনা, চেলসি, অ্যাস্টন ভিলা ও ফরাসি ক্লাব অলিম্পিক লিঁওকে জরিমানা করার কথা নিশ্চিত করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন-এর প্রতিবেদন অনুযায়ী, ক্লাবগুলোর মধ্যে সর্বোচ্চ ৩১ মিলিয়ন ইউরো (৩৬.৫ মিলিয়ন ডলার) জরিমানা করা হয়েছে চেলসিকে। ইউরোপের কোনো ক্লাবকে এক মৌসুমে করা সর্বোচ্চ জরিমানার রেকর্ড এটি।
এর পাশাপাশি ইতোমধ্যে আর্থিক দুরাবস্থায় থাকা স্পেনের ক্লাব বার্সেলোনাকেও ১৫ মিলিয়ন ইউরো (১৭.৭ মিলিয়ন ডলার) জরিমানা করা হয়েছে। অবশ্য ক্লাবটির আর্থিক ক্ষতির মাত্রা বেশি হওয়ার কারণেই দেওয়া হয়েছে এই আর্থিক দণ্ড।
উয়েফার আর্থিক মানদণ্ড অনুযায়ী, ইউরোপীয় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্লাবগুলো যাতে টেকসইভাবে পরিচালিত হয় তাই করা হয়েছে এই নিয়ম।
২০২৪ সালের আর্থিক বিবরণীর ভিত্তিতে এই জরিমানা নির্ধারণ করা হয়।
তবে চেলসি ও বার্সা যদি ভবিষ্যতের জন্য নির্ধারিত আর্থিক লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়, তবে অতিরিক্ত আরো কয়েক কোটি ইউরো জরিমানা গুণতে হতে পারে।
চেলসির বিরুদ্ধে দুটি বড় অভিযোগে জরিমানা করা হয়েছে—একদিকে ২০ মিলিয়ন ইউরো (২৩.৬ মিলিয়ন ডলার) ‘ব্রেক-ইভেন’ মানদণ্ড পূরণ না করতে পারায়, অপরদিকে ১১ মিলিয়ন ইউরো (১৩ মিলিয়ন ডলার) ক্লাব আয়ের ৮০ শতাংশের বেশি ‘স্কোয়াড খরচে’ (ট্রান্সফার ফি ও বেতন) ব্যয় করার জন্য।
এক বিবৃতিতে চেলসি বলেছে, ‘উয়েফার সঙ্গে আমরা ঘনিষ্ঠ ও স্বচ্ছভাবে কাজ করেছি এবং ক্লাবের আর্থিক অবস্থান একটি ইতিবাচক গতিপথে রয়েছে, তা উয়েফাকে বিস্তারিতভাবে জানানো হয়েছে। এই বিষয়টি দ্রুত নিষ্পত্তি করাই আমাদের অগ্রাধিকার ছিল।
২০২২ সালে মার্কিন ব্যবসায়ী টড বোয়েলি ও ক্লিয়ারলেক ক্যাপিটালের অধীনে মালিকানা পরিবর্তনের পর থেকে ট্রান্সফার বাজারে ব্যাপক অর্থ ব্যয় করেছে চেলসি।
চে
লসির এবারের ২০ মিলিয়ন ইউরো জরিমানার অঙ্ক ২০১৪ সালে ম্যানচেস্টার সিটি ও প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) করা জরিমানার রেকর্ড স্পর্শ করেছে।
এর আগে আয়ের তথ্য ভুলভাবে উপস্থাপন করে ২০২৩ সালে ৫ লাখ ইউরো জরিমানা দিয়েছিল বার্সেলোনা।
এছাড়া, উয়েফার শুক্রবারের তদন্তে অ্যাস্টন ভিলাকে ১১ মিলিয়ন ইউরো (১৩ মিলিয়ন ডলার) জরিমানা করা হয়েছে। ইউরোপের তৃতীয় স্তরের প্রতিযোগিতা কনফারেন্স লিগে অংশ নিয়ে অতিরিক্ত ব্যয় করায় তাদের জরিমানা করা হয়।
অর্থদণ্ডে দণ্ডিত হওয়া শেষ ক্লাবটি ফরাসি ক্লাব অলিম্পিক লিঁও। তাদেরকে ১২.৫ মিলিয়ন ইউরো (১৪.৭ মিলিয়ন ডলার) জরিমানা করা হয়েছে। তবে ক্লাবটি যদি ভবিষ্যতের আর্থিক লক্ষ্য পূরণে ব্যর্থ হয়, তাহলে আরো জরিমানার পাশাপাশি ইউরোপা লিগ থেকে বাদ পড়ার ঝুঁকি রয়েছে। বর্তমানে ক্লাবটির মালিক মার্কিন ব্যবসায়ী জন টেক্সটর।
ফ্রান্সের লিগ আঁ থেকে অবনমনের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী সপ্তাহে একটি আপিল মামলাও লড়ছে তারা।
পিএ/টিএ