আর্থিক অনিয়মের অভিযোগে বার্সেলোনা ও চেলসিকে জরিমানা করল উয়েফা

ইউরোপের শীর্ষস্থানীয় চারটি ক্লাবের বিরুদ্ধে আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে জরিমানা করেছে উয়েফা। শুক্রবার (৪ জুলাই) এক ঘোষণায় বার্সেলোনা, চেলসি, অ্যাস্টন ভিলা ও ফরাসি ক্লাব অলিম্পিক লিঁওকে জরিমানা করার কথা নিশ্চিত করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন-এর প্রতিবেদন অনুযায়ী, ক্লাবগুলোর মধ্যে সর্বোচ্চ ৩১ মিলিয়ন ইউরো (৩৬.৫ মিলিয়ন ডলার) জরিমানা করা হয়েছে চেলসিকে। ইউরোপের কোনো ক্লাবকে এক মৌসুমে করা সর্বোচ্চ জরিমানার রেকর্ড এটি।

এর পাশাপাশি ইতোমধ্যে আর্থিক দুরাবস্থায় থাকা স্পেনের ক্লাব বার্সেলোনাকেও ১৫ মিলিয়ন ইউরো (১৭.৭ মিলিয়ন ডলার) জরিমানা করা হয়েছে। অবশ্য ক্লাবটির আর্থিক ক্ষতির মাত্রা বেশি হওয়ার কারণেই দেওয়া হয়েছে এই আর্থিক দণ্ড।

উয়েফার আর্থিক মানদণ্ড অনুযায়ী, ইউরোপীয় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্লাবগুলো যাতে টেকসইভাবে পরিচালিত হয় তাই করা হয়েছে এই নিয়ম।
২০২৪ সালের আর্থিক বিবরণীর ভিত্তিতে এই জরিমানা নির্ধারণ করা হয়।

তবে চেলসি ও বার্সা যদি ভবিষ্যতের জন্য নির্ধারিত আর্থিক লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়, তবে অতিরিক্ত আরো কয়েক কোটি ইউরো জরিমানা গুণতে হতে পারে।

চেলসির বিরুদ্ধে দুটি বড় অভিযোগে জরিমানা করা হয়েছে—একদিকে ২০ মিলিয়ন ইউরো (২৩.৬ মিলিয়ন ডলার) ‘ব্রেক-ইভেন’ মানদণ্ড পূরণ না করতে পারায়, অপরদিকে ১১ মিলিয়ন ইউরো (১৩ মিলিয়ন ডলার) ক্লাব আয়ের ৮০ শতাংশের বেশি ‘স্কোয়াড খরচে’ (ট্রান্সফার ফি ও বেতন) ব্যয় করার জন্য।

এক বিবৃতিতে চেলসি বলেছে, ‘উয়েফার সঙ্গে আমরা ঘনিষ্ঠ ও স্বচ্ছভাবে কাজ করেছি এবং ক্লাবের আর্থিক অবস্থান একটি ইতিবাচক গতিপথে রয়েছে, তা উয়েফাকে বিস্তারিতভাবে জানানো হয়েছে। এই বিষয়টি দ্রুত নিষ্পত্তি করাই আমাদের অগ্রাধিকার ছিল।

২০২২ সালে মার্কিন ব্যবসায়ী টড বোয়েলি ও ক্লিয়ারলেক ক্যাপিটালের অধীনে মালিকানা পরিবর্তনের পর থেকে ট্রান্সফার বাজারে ব্যাপক অর্থ ব্যয় করেছে চেলসি।
চে
লসির এবারের ২০ মিলিয়ন ইউরো জরিমানার অঙ্ক ২০১৪ সালে ম্যানচেস্টার সিটি ও প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) করা জরিমানার রেকর্ড স্পর্শ করেছে।

এর আগে আয়ের তথ্য ভুলভাবে উপস্থাপন করে ২০২৩ সালে ৫ লাখ ইউরো জরিমানা দিয়েছিল বার্সেলোনা।

এছাড়া, উয়েফার শুক্রবারের তদন্তে অ্যাস্টন ভিলাকে ১১ মিলিয়ন ইউরো (১৩ মিলিয়ন ডলার) জরিমানা করা হয়েছে। ইউরোপের তৃতীয় স্তরের প্রতিযোগিতা কনফারেন্স লিগে অংশ নিয়ে অতিরিক্ত ব্যয় করায় তাদের জরিমানা করা হয়।

অর্থদণ্ডে দণ্ডিত হওয়া শেষ ক্লাবটি ফরাসি ক্লাব অলিম্পিক লিঁও। তাদেরকে ১২.৫ মিলিয়ন ইউরো (১৪.৭ মিলিয়ন ডলার) জরিমানা করা হয়েছে। তবে ক্লাবটি যদি ভবিষ্যতের আর্থিক লক্ষ্য পূরণে ব্যর্থ হয়, তাহলে আরো জরিমানার পাশাপাশি ইউরোপা লিগ থেকে বাদ পড়ার ঝুঁকি রয়েছে। বর্তমানে ক্লাবটির মালিক মার্কিন ব্যবসায়ী জন টেক্সটর।

ফ্রান্সের লিগ আঁ থেকে অবনমনের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী সপ্তাহে একটি আপিল মামলাও লড়ছে তারা।


পিএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ফারিন খানের পোস্ট ঘিরে জল্পনা, কী ইঙ্গিত দিলেন অভিনেত্রী? Jul 05, 2025
img
টলিউডের প্রিয় ‘এজেন্ট সাই’ আবারো ফিরছে বড় পর্দায় Jul 05, 2025
img
গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম বিকল্প নেতৃত্ব হিসেবে গড়ে উঠেছে : নাহিদ ইসলাম Jul 05, 2025
img
গ্ল্যামার ছেড়ে শক্তিশালী চরিত্রে মানুষী Jul 05, 2025
img
'জুলাইয়ের মতো আগামী নির্বাচনে তরুণদের নেতৃত্বে ভোট বিপ্লব ঘটবে' Jul 05, 2025
img
সেখর কম্মুলার হাত ধরে বড়পর্দায় ফের সামান্থা Jul 05, 2025
img
পার্বত্য অঞ্চলের মানুষ প্রাকৃতিক খাদ্যাভ্যাসে অভ্যস্ত: সুপ্রদীপ চাকমা Jul 05, 2025
img
রাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ Jul 05, 2025
img
সকাল ৯টার মধ্যে দেশের ৭ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস Jul 05, 2025
img
বাংলাদেশের ৩৬৫ রানের ইনিংসের রেকর্ড ভেঙে দিল ইংল্যান্ড Jul 05, 2025
img
ম্যাক্সওয়েলের দুর্দান্ত বোলিংয়ে জয় পেল ওয়াশিংটন Jul 05, 2025
আজান শুনে যেভাবে জবাব দিবেন Jul 05, 2025
নারী পুরুষের বন্ধুত্ব নিয়ে যা বললেন ঋতুপর্ণা Jul 05, 2025
আকাশছোঁয়া পারিশ্রমিক দাবি করায় ভাঙ্গার ছবি থেকে বাদ দীপিকা Jul 05, 2025
মান্নাকে বাংলাদেশের ‘জেমস বন্ড’ মনে করেন অভিনেতা জাহিদ হাসান Jul 05, 2025
‘শত্রু সম্পত্তি’ আইনে সরকার কেড়ে নিচ্ছে বলিউড নবাবের রাজত্ব Jul 05, 2025
২'শ কোটি টাকার মানি লন্ডারিং, দিল্লি হাইকোর্টে খারিজ জ্যাকলিনের আবেদন Jul 05, 2025
img
স্পেনে বিমানে ভুয়া অ্যালার্ম, আতঙ্কে ঝাঁপিয়ে ১৮ জন আহত Jul 05, 2025
img
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে অবৈধ টাকার ছড়াছড়ি থাকবে না : ফয়জুল করীম Jul 05, 2025
বাংলাদেশ ক্রিকেটে সাকিবের অধ্যায় কি শেষ? Jul 05, 2025