একসময়ের নতুন ঐশ্বরিয়া রাই হিসাবে পরিচিত মানুষী ছিল্লারের বলিউড যাত্রা এখনও পুরোপুরি কাঙ্খিত সাফল্য বয়ে আনতে পারেনি। ‘সম্রাট প্রীতিভিরাজ’ দিয়ে শুরু করেও বক্স অফিসে ধারাবাহিক সাফল্যের অভাবের মধ্যে দিয়ে গেছেন তিনি। ‘বড়ে মিয়ান ছোটে মিয়ান’ এবং ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’র মতো ছবিগুলোতে সেভাবে প্রভাব ফেলতে পারেননি। বিশ্বসুন্দরী ট্যাগ থাকা সত্ত্বেও গ্ল্যামার ছেড়ে একটি কঠিন চরিত্রে মানুষীকে দেখা যাচ্ছে নতুন ছবি ‘মালিক’-এ, যা মুক্তি পাচ্ছে ১১ জুলাই, ২০২৫।
পরিচালক পুলকিতের তৈরি এই গ্রিটি ক্রাইম-ড্রামাতে মানুষী অভিনয় করেছেন শালিনী চরিত্রে, যেটি সম্পূর্ণ নতুন রকম, যেখানে তার বাস্তবিক ও আবেগঘন পারফরম্যান্স দর্শকদের মন জয় করছে। সহঅভিনেতা রাজকুমার রাও বলছেন, মানুষীর এই চরিত্রের জন্য তিনি ‘একটি বিশুদ্ধ ভারতীয় মুখ’ এবং ‘শক্তিশালী প্রাকৃতিক অভিব্যক্তি’ হিসেবে প্রশংসা পেয়েছেন।
‘মালিক’ তার ক্যারিয়ারের জন্য হতে পারে টার্নিং পয়েন্ট। গ্ল্যামার ছেড়ে একেবারে বাস্তবধর্মী ও ডার্ক চরিত্রে অভিনয় করে মানুষী প্রমাণ করতে পারেন যে বলিউডে তার একটি নতুন অবস্থান তৈরির সম্ভাবনা আছে।
১১ জুলাই মুক্তির পর এই ছবি মানুষের জন্য এক বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে — হবে তার পুনর্জন্ম, নাকি গ্ল্যামার যুগের স্মৃতি রয়ে যাবে শুধু অতীতে।