দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত লড়াইয়ের পর ১৬ রানে জয় ছিনিয়ে নিল বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ২১৬ রানে গুটিয়ে দিয়ে ৩ ম্যাচ সিরিজে ১-১ সমতা ফেরাল টাইগাররা।
বাংলাদেশের ইনিংস:
প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৪৫.৫ ওভারে সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৪৮ রান।
ওপেনার পারভেজ হোসেন ইমন করেন ৬৭ রান ৬৯ বলে, যার ইনিংসটি ছিল ইনিংসের ভিত গড়ার জন্য গুরুত্বপূর্ণ।
তৌহিদ হৃদয়ও খেলেন ৫১ রানের ধৈর্য্যশীল ইনিংস।
শেষ দিকে তানজিম হাসান সাকিবের ২১ বলে অপরাজিত ৩৩ রানে বাংলাদেশের স্কোরটিকে সম্মানজনক জায়গায় নিয়ে যান।
শ্রীলঙ্কার পক্ষে আসিথা ফার্নান্দো সর্বোচ্চ ৪টি উইকেট নেন ৩৫ রানে। সাথে ওয়ানিন্দু হাসারাঙ্গা নেন ৩ উইকেট।
শ্রীলঙ্কার ইনিংস:
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৪৮.৫ ওভারে ২৩২ রানে গুটিয়ে যায়।
জনিথ লিয়ানোয়েজ ৭৮ রানে ইনিংসের একমাত্র বড় স্কোর গড়লেও অন্য প্রান্তে কেউ তেমনভাবে সঙ্গ দিতে পারেননি।
কুশল মেন্ডিস করেন ৫৬ রান এবং কামিন্ডু মেন্ডিস করেন ৩৩ রান।
বাংলাদেশের বোলিং আক্রমণে সবচেয়ে উজ্জ্বল ছিলেন তানভির ইসলাম। তিনি ১০ ওভারে ৩৯ রানে নেন ৫ উইকেট।
তানজিম হাসান সাকিবও গুরুত্বপূর্ণ সময়ে ২টি উইকেট তুলে নেন।
শামীম হোসেন ১টি উইকেট দখল করেন।
এই জয়ের ফলে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি হয়ে উঠল ফাইনালসদৃশ। সিরিজ নির্ধারণী ম্যাচে এখন দু’দলের মুখোমুখি হওয়ার অপেক্ষা।
টিকে/