‘ম্যাডাম সেনগুপ্ত’ নামটাই যেন ঋতুপর্ণার পুরো চরিত্র

সুকুমার রায়ের আবোল তাবোলের ‘ননসেন্স’ ছড়াগুলো কৌতুকের আড়ালে তখনকার সমাজের ব্যঙ্গোক্তি। সেই আবোল তাবোল-কে জুড়ে সায়ন্তন ঘোষালের ‘ম্যাডাম সেনগুপ্ত: আবোল তাবোল রহস্য’ ছবিটা সমাজের সমালোচনা না হয়ে শুধু ‘ননসেন্স’ই হয়ে গিয়েছে। 

গল্পের শুরু হয় কলেজ ক্যাম্পাসে একটি ছাত্রীর মৃত্যু দিয়ে। সেই ছাত্রী, অনন্যা বিখ্যাত কার্টুনিস্ট অনুরেখা সেনগুপ্তের (ঋতুপর্ণা সেনগুপ্ত) একমাত্র মেয়ে। মেয়ের খুনের সমাধান করতে তিনি কলকাতা ফেরেন অনেক বছর পরে। তিনি যতই স্বনামধন্য হোন না কেন, এক জন কার্টুনিস্টের যে এয়ারপোর্টে পুলিশ কর্ডন লাগে তা জানা ছিল না। অসৎ পুলিশ অফিসার থেকে খুনি, সবাই তাঁকে ‘ম্যাডাম সেনগুপ্ত’ বলে সম্বোধন করে। 

অনুরেখা বা ম্যাডাম সেনগুপ্তকে সাহায্য করতে এগিয়ে আসেন তাঁর ছোটবেলার বন্ধু, খবরের কাগজের সম্পাদক রঞ্জন মুখার্জি (রাহুল বোস)। আজকের দিনে মিডিয়া অফিসের টেবিলে কম্পিউটারের জায়গায় একগাদা ফাইল থাকে সেটাও জানা ছিল না। রঞ্জনের ছেলে অনন্যার ক্লাসমেট। অনন্যার পর আরও কয়েকটা খুনের ঘটনা ঘটে আর প্রত্যেকটা খুনের পর কেউ রঞ্জনের অফিসের সিঁড়িতে ‘আবোল তাবোল’-এর একটা কোনও চরিত্রের পুতুল রেখে যায়। কিন্তু রঞ্জন বা ম্যাডাম সেনগুপ্ত এক বারও সে কথা পুলিশকে জানান না। পর পর কলকাতা শহরে এতগুলো খুন হয়, পুলিশ ক্রাইম সিনে যায় ঠিকই। কিন্তু এভিডেন্স তুলে দেন ম্যাডাম সেনগুপ্তের হাতে। 

সন্দেহের তির নাট্যকার এবং সুকুমার রায় বিশেষজ্ঞ সাত্যকি সেনের (কৌশিক সেন) দিকে। সাত্যকি অনুরেখার প্রাক্তন স্বামী এবং অনন্যার বাবা। তিনি পলাতক। কিন্তু সত্যি কি তিনি খুনি?

খুনের অনুসন্ধানটা মূলত অনুরেখা আর রঞ্জনই চালান। কলকাতা পুলিশ এতটাই ‘অপদার্থ’ যে, ক্রাইম সিনে গিয়ে তারা কিছু পায় না। কিন্তু ঠিক পরের মুহূর্তেই অনুরেখা আর রঞ্জন সেখান থেকে ভিকটিম বোর্ড খুঁজে বার করেন। রঞ্জন যদি জানতেনই কী ভাবে সাত্যকি পর্যন্ত পৌঁছোনো যায়, সেটা তিনি ছবির দু’ঘণ্টা কেটে যাওয়ার পরে বললেন কেন? 

আর ক্লাইম্যাক্স সিনের কথা তো ছেড়েই দিন। এই দুই অনুসন্ধানী জুটি যখন খুনির মুখোমুখি হতে যান, তখন পুলিশকে জানানোর প্রয়োজন বোধ করেন না। আমাদের দেশের বন্দুকের আইন তো আমেরিকার মতো নয়, তা হলে সবার কাছে বন্দুক থাকে কী করে?

ঋতুপর্ণা সেনগুপ্ত আর রাহুল বোসের অভিনয় বেশ কঠিন, ভাবলেশহীন। অনুরেখা বা রঞ্জন, কারও জন্য সহানুভূতি তৈরি হয় না। শুধু সন্তান হারানোর শোকের কথা বললেই তো আর শোকের বিহ্বলতা প্রকাশ পায় না।

ছবিতে বাকি চরিত্রে আছেন খরাজ মুখোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায় এবং অনন্যা চট্টোপাধ্যায়। তাঁদের অভিনয় ভালই লাগে। সুব্রত দত্ত বিশেষ ভাবে নজর কাড়েন। তিনি দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারের চরিত্রে। চরিত্রটা বিশ্বাসযোগ্য না হলেও সুব্রতর অভিনয় বেশ ভাল। ছবিটা চলাকালীন অডিয়েন্স থেকে যে সব মন্তব্য কানে আসে, তার মধ্যে “জানতই যখন তখন এতক্ষণ বলেনি কেন?” আর “পুলিশ কোথায়?” আমার সবচেয়ে ভাল লেগেছে। এঁরা অনেকেই এন্ড ক্রেডিটের আগেই হল থেকে বেরিয়ে গেলেন।

ছবির শুরু হওয়ার সময় সুকুমার রায়ের নাতি পরিচালক সন্দীপ রায়কে কৃতজ্ঞতা জানানো হয়। কিন্তু কী ভেবে তিনি এই ছবিটার সঙ্গে যুক্ত হলেন, তা বুঝে পেলাম না।


 ইউটি/টিকে


Share this news on:

সর্বশেষ

img
সালাহউদ্দিন আহমেদের বক্তব্য রাজনৈতিক সৌজন্যবোধের পরিপন্থি: ইসলামী আন্দোলন Jul 06, 2025
img
রোগী সেজে চেম্বারে ঢুকে অভিনেত্রী তানিয়ার বাবাকে গুলি Jul 06, 2025
img
যুদ্ধবিরতি আলোচনা নিয়ে ফের কাতারে প্রতিনিধিদল পাঠাবেন নেতানিয়াহু Jul 06, 2025
img
যুদ্ধবিরতি আলোচনা নিয়ে কাতারে প্রতিনিধিদল পাঠাবেন নেতানিয়াহু Jul 06, 2025
পাওয়ারফুল চারটি আমল Jul 06, 2025
১০ জনের দলে যৌন হয়রানি'-এনসিপিকে ইঙ্গিত করে রুমিন ফারহানার তীর্যক মন্তব্য Jul 06, 2025
img
স্বপ্নপূরণে শ্রীলঙ্কার কোকোনাট হিলে শবনম ফারিয়া Jul 06, 2025
জামানত হারানোর শঙ্কায় থাকা দলগুলোই পিআর পদ্ধতির নির্বাচন চায়: সালাহউদ্দিন আহমেদ Jul 06, 2025
img
হাসিনার পতনের পেছনে কাজ করেছে মার্কিন ‘ডিপ স্টেট’ পলিসি: গোলাম মাওলা রনি Jul 06, 2025
img
পবিত্র আশুরা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ Jul 06, 2025
img
বাহরাইনের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদেশি দূতের সৌজন্য সাক্ষাৎ Jul 06, 2025
img
পরীক্ষা শেষের ৭ দিনের মধ্যে হাজিরাপত্র জমা দিতে নির্দেশ দিল জাতীয় বিশ্ববিদ্যালয় Jul 06, 2025
img
রাজধানীর খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ২ পরিচ্ছন্নতা কর্মীর Jul 06, 2025
img
দীর্ঘদিন পর বাংলাদেশের গানে কণ্ঠ দিলেন হৈমন্তী শুক্লা! Jul 06, 2025
img
ক্লাব বিশ্বকাপ সেমির টিকিটের অবিশ্বাস্য মূল্যছাড়, ৪৭৩ ডলার থেকে নেমে ১৩ ডলার Jul 06, 2025
img
বল হাতে চমক, শামীম পাটোয়ারীর প্রশংসায় মিরাজ Jul 06, 2025
img
রাজনীতিতে ইলন মাস্কের আত্মপ্রকাশ, দলের নাম ‘আমেরিকা পার্টি’ Jul 06, 2025
img
লঙ্কানদের হারিয়ে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ Jul 06, 2025
img
মেসির জোড়া গোলে এমএলএস-এ বড় জয় মায়ামির Jul 06, 2025
img
টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০, উদ্ধার ৮৫০ Jul 06, 2025