ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল ঘিরে টিকিটের দাম নিয়ে চমকপ্রদ পদক্ষেপ নিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। চেলসি ও ফ্লুমিনেন্সের মধ্যকার সেমিফাইনালের সাধারণ টিকিটের মূল্য কমিয়ে আনা হয়েছে মাত্র ১৩.৪০ ডলারে, যেখানে এক সপ্তাহ আগেও সেই দাম ছিল ৪৭৩.৯০ ডলার।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মঙ্গলবার দিবাগত রাত ১টায় এই সেমিফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা। টুর্নামেন্টের শুরু থেকেই ফিফা ব্যবহার করছে ডাইনামিক প্রাইসিং পদ্ধতি, যার ফলে দর্শক ও চাহিদার উপর ভিত্তি করে পাল্টে যাচ্ছে টিকিটের দাম।
এর আগেও কোয়ার্টার ফাইনালে দর্শক টানতে এই কৌশল ব্যবহার করেছে ফিফা। ফ্লুমিনেন্স ও আল হিলালের ম্যাচ (অরল্যান্ডো) এবং চেলসি-পালমেইরাস ম্যাচ (ফিলাডেলফিয়া)–এর টিকিটের দামও কমিয়ে আনা হয়েছিল মাত্র ১১.১৫ ডলারে।
তবে ব্যতিক্রম রিয়াল মাদ্রিদ। দলটি এখন পর্যন্ত পাঁচটি ম্যাচে অংশ নিয়ে প্রতিবারই ৬০ হাজারের বেশি দর্শক টেনেছে গ্যালারিতে।
কোয়ার্টার ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে সেই সংখ্যা পৌঁছায় ৭৬,৬১১ জনে, যা টুর্নামেন্টের সর্বোচ্চ।
অন্যদিকে, বুধবার প্যারিস সেন্ট-জার্মেইন ও রিয়াল মাদ্রিদের মধ্যকার আরেক সেমিফাইনালের টিকিটের মূল্য শুরু হচ্ছে ১৯৯.৬০ ডলার থেকে।
দর্শক সংকট নিয়ে চিন্তিত আয়োজকরা। ফিফা যদিও আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, তবে ধারণা করা হচ্ছে, উচ্চমূল্যের কারণে অধিকাংশ ম্যাচেই খালি গ্যালারির মুখ দেখতে হয়েছে তাদের।
আরআর/টিএ