বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার থেকে পড়ে মো. রাজ্জাক মল্লিক (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুলাই) দিবাগত রাতে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন সাগরের চরহাইম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজ্জাক মল্লিক পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদা ইউনিয়নের ছোটবাইশদা গ্রামের বাসিন্দা। তিনি মৃত ইউসুফ মল্লিকের ছেলে।
রোববার (৬ জুলাই) দুপুরে তার মরদেহ বাড়িতে পৌঁছায়।
নিহতের ভাতিজা ওমর ফারুক জানান, রাজ্জাক মল্লিক স্থানীয় মুকুল সাহার মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলারে কর্মরত ছিলেন। ঘটনার দিন রাত সাড়ে ৮টার দিকে তিনি তার চাচিকে ফোনে জানান, বৃষ্টিতে ভিজে তার শরীর খারাপ হয়ে গেছে এবং প্রচণ্ড জ্বর হয়েছে। সাগর উত্তাল থাকায় ট্রলারটি চরহাইমে নোঙর করা হয়েছে।
ওমর ফারুক আরও জানান, শরীর খারাপ থাকায় রাজ্জাক ট্রলারে অন্যদের সঙ্গে রাতের খাবার খাননি। পরে প্রচণ্ড তৃষ্ণা পেয়ে ট্রলারের পাশ দিয়ে হেঁটে পানি আনতে গেলে অসাবধানতাবশত সাগরে পড়ে যান। শব্দ শুনে সহকর্মীরা দ্রুত মাছ ধরার জাল ফেলে প্রায় ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে তাকে উদ্ধার করেন।
ট্রলার মালিক মুকুল সাহা বলেন, ‘রাতের খাবারের সময় রাজ্জাক পানি আনতে গিয়ে ট্রলারের পাশ ঘেঁষে হেঁটে যাওয়ার সময় পড়ে যায়। সঙ্গে সঙ্গে চরহাইমে অবস্থানরত আশপাশের ট্রলারগুলো বিষয়টি দেখে ফেলে। পরে জাল ফেলে তাকে তুলে আনা হয়। এরইমধ্যে মৃত্যু হয় তার।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, ট্রলার থেকে সাগরে পড়ে একজন জেলের মৃত্যুর খবর তারা স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে পেয়েছেন। বিষয়টি নিয়ে নৌপুলিশ কাজ করছে। প্রয়োজনে থানা থেকেও আইনগত সহায়তা দেয়া হবে।
চরমোন্তাজ নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. শহিদুল ইসলাম বলেন, নিহত জেলের মরদেহ রোববার সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই দাফনের প্রক্রিয়া চলছে।
ইউটি/এসএন