বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথম ম্যাচে ৭৭ রানে পরাজয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চায় সফরকারীরা।
প্রথম ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। ওপেনার লিটন দাসের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন মিডল অর্ডার ব্যাটার শামীম হোসেন, আর ইনজুরড পেসার তাসকিন আহমেদের বদলে দলে এসেছেন হাসান মাহমুদ। সিরিজে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই মিরাজদের সামনে।
বাংলাদেশের একাদশ:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী (উইকেটকিপার), তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।