শনিবার জোড়া চমক দিলেন টলিউড সুপারস্টার দেব। একদিকে লন্ডনে শুরু হল ‘প্রজাপতি ২’-এর শুটিং। অন্যদিকে মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’র পয়লা গানের রোম্যান্টিক ঝলক। সবমিলিয়ে জমজমাট জুলাইয়ের আভাস দিলেন অভিনেতা। শুধু তাই নয়,পঁচিশ সালে যে বছরভর বক্স অফিসে দেবেরই দৌড়াত্ম্য থাকছে, তেমনটা বলাই যায়। কারণ, ‘ধূমকেতু’ আসছে ১৪ আগস্ট। পুজোয় হুঙ্কার ছাড়বে ‘রঘু ডাকাত’। আর বড়দিনে উড়বে ‘প্রজাপতি ২’।
৫ জুলাই থেকে যে ‘প্রজাপতি’র সিক্যুয়েলের শুটিং শুরু হবে, সেকথা আগেই জানা গিয়েছিল। এবার নির্ধারিত দিনে মিঠুন চক্রবর্তীর সঙ্গে ছবি শেয়ার করে চমক দিলেন দেব। তবে মার্কিন মুলুকে শুটিং শুরু হলেও নিজস্ব সংস্কৃতি, আচার-রীতি ভোলেননি টলিউড সুপারস্টার। নারকেল ফাটিয়ে শুটিংয়ের শুভসূচনা করলেন। শুধু তাই নয়, পাশাপাশি প্রকাশ্যে এল দেব-মিঠুনের ‘প্রজাপতি ২’-এর প্রথম লুকও। পর্দার বাবা-ছেলের চোখে চশমা।
এবারের গল্পে সম্ভবত টলিউড সুপারস্টারকে লন্ডনে কর্মরত এক চরিত্রে দেখা যাবে। তেমনই গুঞ্জন। আরেকটি ফ্রেমে দুই তারকার মাঝে ক্ল্যাপস্টিক হাতে হাসিমুখে ধরা দিলেন উচ্ছ্বসিত পরিচালক অভিজিৎ সেন। উল্লেখ্য, তেইশ সালের বক্স অফিসে তুমুল সাড়া ফেলে দেওয়ার পর থেকেই সিক্যুয়েলের অপেক্ষায় ছিলেন দর্শক-অনুরাগীরা। বাবা-ছেলের রসায়ন দেখে তাঁদের মুখে যেমন হাসি ফুটেছিল, তেমনই চোখ ভিজেছিল। আবার পরিচালক অভিজিৎ সেনও বরাবর সম্পর্কের সূক্ষ্ণ দিকগুলো ক্যামেরায় তুলে ধরেন। এবারও তেমনই গল্পের প্রত্যাশায় দর্শকরা। তবে টলিউড তারকার সপ্তাহান্তের চমক কিন্তু এখানেই শেষ নয়!
লন্ডন থেকেই শেয়ার করলেন ‘ধূমকেতু’র প্রথম গানের ঝলক। যেখানে পাহাড়ি রাস্তায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে গানে গানে প্রেম জাহির করতে দেখা গেল দেবকে। এপ্রসঙ্গে উল্লেখ্য, নয় বছর বাদে রিলিজ করলেও কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবি নিয়ে বিন্দুমাত্র কৌতূহল কমেনি দর্শক-অনুরাগীদের। একে, রিয়েল লাইফ ‘প্রাক্তন জুটি’ দেব-শুভশ্রীর এখনও পর্যন্ত একসঙ্গে শেষ সিনেমা, উপরন্তু কৌশিকের মতো দক্ষ পরিচালকের ফ্রেমে প্রথমবার ছকভাঙা চরিত্রে বাংলা কমার্শিয়াল সিনেমার দুই তারকা। অতঃপর ‘ধূমকেতু’ দেখার জন্য যে বরাবর মুখিয়ে ছিলেন দর্শকরা, তা বলাই বাহুল্য। সেই ছবির প্রথম গানের ঝলক দেখে ভক্তদের ভবিষ্যদ্বাণী এই সিনেমা বাংলার বক্স অফিসে সুনামী তুলবে!
এদিকে, তেইশ সালে দেব-মিঠুনের ‘প্রজাপতি’ ছবিকে ভালোবাসায় ভরিয়েছিলেন দর্শকরা। লক্ষ্মীলাভও ভালোই হয়েছিল। চলতি বছর সরস্বতী পুজোর দিন সিক্যুয়েলের ঘোষণা করেন অতনু রায়চৌধুরী। তখনই জানা গিয়েছিল, চলতি বছরেরই জুন মাসে মিঠুন চক্রবর্তী এবং দেবকে নিয়ে শুটিং হবে। আর ডিসেম্বর মাসে বড়দিনে প্রেক্ষাগৃহে আসবে ‘প্রজাপতি ২’। অতঃপর পুজোয় ‘রঘু ডাকাত’-এর হুঙ্কারের পর যে বড়দিনের বক্স অফিসেও দেবের দৌড়াত্ম্য চলবে, এমনটা আন্দাজ করাই যায়। কারণ দেব-মিঠুনের জুটির ম্যাজিক ইতিমধ্যেই সুপারহিট।
এফপি/ টিএ