দিয়োগো জোটার আরও দুই বছর লিভারপুলে থাকার চুক্তি ছিল। ২০২০ সালে অ্যানফিল্ডের ক্লাবটিতে পা দিয়ে ২০২২ সালে চুক্তি বাড়িয়েছিলেন তিনি। চুক্তি নবায়ন হয়েছিল পাঁচ বছরের জন্য, ২০২৭ সাল মেয়াদে। কিন্তু জোটা আর নেই।
জোটা না ফেরার দেশে পাড়ি জমালেও চুক্তির বাকি টাকা লিভারপুল তার পরিবারকে দেবে। তার পরিবারে স্ত্রী রুট কারডোসো ও তিন সন্তান রয়েছেন। শৈশবের বান্ধবী কারডোসোর সঙ্গে মৃত্যুর মাত্র ১১ দিন আগে বিয়ে বন্ধনে জড়িয়েছিলেন তিনি। পর্তুগিজ সংবাদমাধ্যম ‘রেকর্ড’ এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।
লিভারপুল থেকে প্রতি সপ্তাহে এক লাখ ৪০ হাজার পাউন্ড করে (বছরে ৭২ লাখ ৮০ হাজার পাউন্ড) পেতেন পর্তুগিজ ফুটবলার। অর্থাৎ দুই বছরে ১ কোটি ৫৫ লাখ ৬০ হাজার পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা ২৪৩ কোটি টাকার বেশি।
উলভারহ্যাম্পটন থেকে দলবদল করা জোটা লিভারপুলে খেলতেন ২০ নম্বর জার্সি পরে। তার সম্মানে সেই জার্সি চিরদিনের জন্য তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে অলরেডরা। দলটির হয়ে ১৮২ ম্যাচে ৬৫ গোল ও ২৬টি অ্যাসিস্ট করেছেন তিনি।
জোটা গত ৩ জুলাই স্পেনের জামোরা প্রদেশের সানাব্রিয়া এলাকায় গাড়ি দুর্ঘটনায় শিকার হয়ে নিহত হন। সঙ্গে ছিল তার ফুটবলার ভাই আন্দ্রে সিলভাও, সিলভা খেলতেন পর্তুগালের দ্বিতীয় সারির দল পেনাফিলে। অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় তাদের গাড়ির টায়ার ফেটে যাওয়ার কারণে রাস্তা থেকে ছিটকে পড়ে এবং তাতে আগুন ধরে যায়।
স্পেন থেকে দুই ভাইয়ের মরদেহ নিয়ে যাওয়া হয় গোন্দোমারে। ম্যাট্রিজ দে গোন্দোমার চার্চে স্থানীয় সময় আজ সকাল ১০টায় তাদের শেষকৃত্য অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠানে জোটা ও তার ভাইয়ের নিকটাত্মীয়দের প্রায় সবাই উপস্থিত। লিভারপুলের প্রায় সব খেলোয়াড় গোন্দোমারে হাজির হয়েছেন।
কেএন/টিএ