ইংল্যান্ডকে হারিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন গিল

হেডিংলেতে ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে হারের পরেই ভারতের বোলিং এবং ফিল্ডিং নিয়ে প্রশ্ন উঠেছিল। প্রথম টেস্টে বোলাররা যে রকম খারাপ বল করেছিলেন, তেমনই ফিল্ডিংয়ের সময় ভারত প্রচুর ক্যাচ ফস্কেছিল। যশস্বী জয়সওয়াল একাই চারটি ক্যাচ ফেলেছিলেন। সেই দুই ভুল শুধরে নিয়েই এজবাস্টনে দারুণ প্রত্যাবর্তন করেছে ভারত। স্বাগতিকদের ৩৩৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে গিলের ভারত।

ম্যাচের পর অধিনায়ক শুভমন গিল বলেন, “আগের ম্যাচের পর অনেক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আমরা। এবার প্রত্যেকটা জিনিস ঠিকঠাক করতে পেরেছি। বোলিং এবং ফিল্ডিংয়ে যেভাবে উন্নতি করেছি তা দেখে অবিশ্বাস্য লেগেছে। আমরা জানতাম এই পিচে ৪০০-৫০০ রান তুললেই যথেষ্ট। সব ম্যাচে হেডিংলের মতো খেলব না, এটা মাথায় রাখা দরকার।”

পরে চেতেশ্বর পুজারাকে সাক্ষাৎকার দিতে গিয়ে একহাত নেন সমালোচকদেরও। শুভমন বলেন, “এই টেস্টে খেলতে নামার আগে অনেকের অনেক কথাই শুনেছিলাম। প্রশ্ন উঠছিল, কীভাবে আমরা ২০টা উইকেট নেব বুমরাহকে ছাড়া? কীভাবে নিতে পারি সেটা দেখিয়ে দিয়েছি। আসলে এই দলটার ক্ষমতা রয়েছে ২০টা উইকেট। সেটা লর্ডসে হোক বা আহমেদাবাদ। আমরা একই রকম উদ্যম নিয়ে নামব।”



বোলারদের সম্পর্কে শুভমন আরও বলেন, “অসাধারণ খেলেছে ওরা। ইংল্যান্ডের টপ অর্ডারকে যেভাবে নাস্তানাবুদ করেছি আমরা তা দেখেই বোঝা যাচ্ছে। প্রসিদ্ধ হয়তো খুব বেশি উইকেট পায়নি। কিন্তু অসাধারণ বল করেছে।” জসপ্রীত বুমরাহর জায়গায় এই টেস্টে নেমেছিলেন আকাশদীপ। ম্যাচে ১০ উইকেট নিয়ে কোচ-অধিনায়কের আস্থার দাম রেখেছেন তিনি। শুভমন বলেন, “সঠিক লেংথে বল রেখেছে এবং বলকে দু’দিকেই ঘোরাতে পেরেছে। এই পিচে কাজটা বেশ কঠিন ছিল। দুর্দান্ত খেলেছে আকাশদীপ।”

ব্যাট হাতে এক টেস্টে ভারতীয় হিসেবে সর্বোচ্চ রান করেছেন শুভমন। পাশাপাশি ভারতের বাইরের মাঠে তরুণতম ভারত অধিনায়ক হিসাবে টেস্ট জিতলেন। শুভমন স্পষ্ট জানিয়েছেন, তিনি যে কোনো সিদ্ধান্ত ব্যাটার হিসাবেই নেন, অধিনায়ক হিসাবে নয়। ব্যাখ্যা করে শুভমন বলেন, “আমি আগেও বলেছি, আমি ব্যাটার হিসাবে খেলতে চাই, ব্যাটার হিসাবে মাঠে নামতে চাই এবং ব্যাটার হিসাবে সিদ্ধান্ত নিতে চাই। কখনও কখনও অধিনায়ক হিসাবে আপনি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন না। কিন্তু ব্যাটার হিসাবে সহজেই সেই সিদ্ধান্ত নিতে পারবেন।”



অতিরিক্ত চাপ না নিয়ে অবসর সময়ে নিজেদের ফুরফুরে রাখছেন ভারতের ক্রিকেটাররা। সেটা উঠে এসেছেন শুভমনের কথায়। পুজারাকে সাক্ষাৎকারে বলেন, “আমরা সে দিন পেন্টবল খেলতে গিয়েছিলাম। খুব মজা পেয়েছি খেলতে গিয়ে। এখনও আমার কাঁধের দু’-তিনটে জায়গায় ব্যথা রয়েছে।” এর পরেই পুজারা তাকে প্রশ্ন করেন, দলের অন্দরে ‘ফিফা’ (কম্পিউটার গেম) খেলা কেমন চলছে? শুভমনের উত্তর, “আরে ফিফা খেলা তো তোমারই সবচেয়ে আগ্রহ থাকত। তুমি চলে যাওয়ার পর আর সে ভাবে খেলা হয় না।” পুজারা বলেন, “তোমাদের সঙ্গে খেলা এখনও বাকি আছে। নিশ্চয়ই একদিন একসঙ্গে খেলতে বসব আমরা। সে দিন ঋষভকেও (পন্ত) এই কথাটাই বলছিলাম।”

আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা লর্ডস টেস্টে যে বুমরাহ খেলবেন তা আবার জানিয়ে দিলেন শুভমন। একইসঙ্গে বললেন, “লর্ডসে টেস্ট ম্যাচে দেশের নেতৃত্ব দিতে নামার চেয়ে বড় সম্মান আর কিছু হয় না। আমি তাকিয়ে আছি সেদিকে।”

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
আমরা হাসিনা মুক্ত হয়েছি কিন্তু ষড়যন্ত্র মুক্ত হই নাই : ইকবাল হাসান টুকু Jul 07, 2025
img
জুলাই সনদের জন্য ৫ আগস্ট পর্যন্ত অপেক্ষা করা হবে : নাহিদ Jul 07, 2025
img
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Jul 07, 2025
img
শাহরুখ-হৃতিকের স্বপ্নের চরিত্রে রণবীর, বাজি না বোকামি? Jul 07, 2025
img
টিজারেই ঝড় তুলল রামায়ণ, শুরুতেই রেকর্ড ভাঙার ইঙ্গিত! Jul 07, 2025
img
আমি খারাপ কিছুতে অংশ নিয়েছি, তাই ভালো কিছু করতে চাই: ইসরায়েলি সেনা Jul 07, 2025
img
রাশমিকার ছুটি কাটে চোখের জলে Jul 07, 2025
img
বাজারে আসছে ৫০০০ এমএএইচ ব্যাটারির নতুন আইফোন! Jul 07, 2025
img
ফ্রান্সের তুলুজে বাংলাদেশ দূতাবাসের মোবাইল সেবা কার্যক্রম Jul 07, 2025
img
থালাপতি বিজয়ের ৯ ছবি প্রমাণ করে, তিনিই আসল ‘মাস এন্টারটেইনার’ Jul 07, 2025
img
‘মৌসুমী’ বিভ্রাটে পড়লেন মৌসুমী হামিদ Jul 07, 2025
img
আজ বিকেলে সংবাদ সম্মেলন ডাকলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী Jul 07, 2025
img
নেতার ছেলের অশালীন আচরণ, থানায় গেলেন অভিনেত্রী রাখি সাওয়ান্তের বান্ধবী! Jul 07, 2025
img
রিয়ালের ‘গোলমেশিন’কে দলে নিতে ১০ ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই Jul 07, 2025
img
ইউরোপ নয়, নেপাল-ভুটানেই সীমাবদ্ধ বাংলাদেশ ফুটবল দল Jul 07, 2025
img
জাতীয় নির্বাচন পেছাতে চায় না, সুষ্ঠু পরিবেশ চায় জামায়াত: গোলাম পরওয়ার Jul 07, 2025
img
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ নিশ্চিত করল অস্ট্রেলিয়া Jul 07, 2025
img
সরকারের সুচিন্তিত কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে : প্রেস সচিব Jul 07, 2025
img
জাতীয় নির্বাচনের সময়কাল নিয়ে কোনো কথা আমরা বলিনি: নাহিদ Jul 07, 2025
img
মাস শেষে ‘উৎসব’-এর টিকিট বিক্রি ছাড়াল ৫ কোটি টাকা! Jul 07, 2025