সম্প্রতি কমেডিয়ান ভারতী সিংয়ের জন্মদিন বেশ জাঁকজমকভাবে পালিত হলো ‘লাফটার শেফস সিজন টু’-এর সেটে। মেয়ের জন্মদিনে ভারতীর মায়ের এক অসাধারণ উদ্যোগ মন ছুঁয়ে গেছে সবার। অনুষ্ঠানে ভারতীর পছন্দের বেশ কিছু খাবার রান্না করেছিলেন প্রতিযোগীরা। সব আয়োজনের পর মঞ্চে ডাকা হয়েছিল ভারতীর মাকে। সেখানেই উঠে আসে ভারতীর জীবনের এক অজানা সত্য।
জন্মদিনের উৎসবে রাহুল বৈদ্য ভারতীকে জিজ্ঞাসা করেন, গর্ভাবস্থায় তিনি কী কী খেয়েছিলেন? এই প্রশ্ন উঠতেই মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় চারপাশ। এরপরই ভারতীর মা নিজের গর্ভাবস্থার সময়ের মানসিক লড়াই এবং ভারতীকে জন্ম দিতে না চাওয়ার বিষয়টি তুলে ধরেন।
ভারতীর মা বলেন, ‘ওর জন্মের সময় আমি অনেক খেতাম, জল খেতাম, দৌড়াতামও। কিন্তু আমি চাইনি যে তৃতীয়বার আবার মেয়ে হোক। ভারতীর জন্মের সময় কোনো ডাক্তার বা নার্স ছিল না।’
মায়ের কথা শুনে ভারতী আবেগাপ্লুত হয়ে তাকে জড়িয়ে ধরেন। তিনি বলেন, ‘আমি এর আগেও অনেক জন্মদিন উদযাপন করেছি। কিন্তু এমন মুহূর্ত জীবনে কখনও আসেনি।’ পরিবার, ইন্ডাস্ট্রির বন্ধু-বান্ধব এবং ছেলে গোলাকে নিয়ে কাটানো এই জন্মদিনকে ভারতী তার জীবনের অন্যতম সুন্দর মুহূর্ত বলেও অভিহিত করেছেন।
ভারতীর কথায়, ‘শুধুমাত্র আমার জন্য রান্না করা খাবার, ১০-১৫ বছর ধরে না বলা কথা, বন্ধুদের সঙ্গে দেখা এবং আমার সম্পর্কে বলা ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো মন ছুঁয়ে গেছে। নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে। আমি একইসঙ্গে কাঁদছি, হাসছি। এটি আমাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে।’
এসএন