ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন স্ত্রী সাইরা বানু। ৯৮ বছর বয়সে প্রয়াত হওয়া এই ‘অভিনয় সম্রাট’টের কিছু ছবি ও ভিডিও আপলোড করা হয়েছে, যা ভক্তদের মন ছুঁয়ে গেছে।
পোস্টে সাইরা বানু দিলীপ কুমার অভিনীত ‘গোপি’ ছবির লতা মঙ্গেশকরের কণ্ঠে জনপ্রিয় গান ‘আকেলে হি আকেলে চলা হ্যায়’ যোগ করেছেন। তিনি লিখেছেন, ‘দিলীপ সাহেবের অভাব কখনোই ঘুচবে না। আমি তার সঙ্গেই আছি চিন্তায়, মনে, জীবনে, এক হয়ে।’
তার কথায়, ‘এই জীবনে এবং পরজন্মেও আমার আত্মা তার অনুপস্থিতিতেও তার পাশে হাঁটতে শিখেছে। তিনি সাধারণ মুহূর্তগুলোকে অবিস্মরণীয় করে তুলতেন। তিনি রেখে গিছেন এক দুর্লভ জিনিস, এমন ভালোবাসা যা কখনো ছেড়ে যাবে না।’
ভারতীয় সিনেমায় ‘মেথড অ্যাকটিং’-এর পথিকৃৎ হিসেবে দিলীপ কুমারকে গণ্য করা হয়। ‘ট্র্যাজেডি কিং’ নামে পরিচিত এই কিংবদন্তি অভিনেতা সূক্ষ্ম এবং বাস্তবসম্মত অভিনয়ে বিশ্বাস করতেন।
যা তাকে দর্শকদের হৃদয়ে অমর করে রেখেছে। তার সেরা চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে- ‘মুঘল-এ-আজম’, ‘দেবদাস’, ‘নয়া দৌর’, ‘মধুমতী’, এবং ‘গঙ্গা যমুনা’-এর মতো কালজয়ী সব ছবি।
এসএন