দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। সামনেই পর্দায় সীতার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। তাকে এই চরিত্রের জন্য মনোনীত করেছেন ‘রামায়ণ’-এর পরিচালক নিতেশ তিওয়ারি। দর্শকেরাও মনে করছেন, এর থেকে ভালো কাস্টিং আর হতে পারত না।
সদ্যই মুক্তি পেয়েছে রামায়ণ-এর ঝলক আর সেখানে সাই পল্লবীকে দেখে কার্যত চোখ জুড়িয়ে গিয়েছে দর্শকদের।
পর্দার সাদামাটা সাই পল্লবী তার সাধারণ জীবনযাত্রার জন্যই জনপ্রিয়। সবসময় ‘নো মেকআপ’ লুকে দর্শকদের সামনে চলে আসেন তিনি। আর সেই কারণেই তাকে সীতার চরিত্রের জন্য এতটা সঠিক বলে মনে করছেন দর্শকরা।
ব্যক্তিজীবনে সাই পল্লবী বড্ড সাধারণ জীবনযাপনেই অভ্যস্ত। এর আগে একাধিক সংবামমাধ্যমে নিজের জীবনযাত্রা নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। এমনকি পর্দায় অহরহ সিনেমায় নাম লেখান না তিনি। কাজ করেন বেছে বেছে।
টাকার চেয়ে কাজের মানের দিকেই নজর অভিনেত্রীর। এই কারণে তিনি কোটি টাকার প্রস্তাবও ফিরিয়েছেন অনায়াসে।
এর আগে, ফর্সা হওয়ার একটি ক্রিমের বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সাই পল্লবী। দুই কোটি টাকার সেই বিজ্ঞাপনের প্রস্তাব নাকচ করেছিলেন কারণ তিনি ভারতীয় নারীদের অপমান করতে চাননি। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘ওই ধরনের বিজ্ঞাপন করা মানে ভারতীয় নারীকে অপমান করা।
আমি এটা কখনোই করব না। এটাই ভারতীয়দের রং।’
সাই পল্লবী বিশ্বাস করেন, কৃত্রিমতায় নয়, দর্শকেরা তাকে ভালবাসবেন সহজ স্বাভাবিক রূপেই। সাই পল্লবী মনে করেন, কেবল প্রচারের চেয়ে অনেক বেশি জরুরি ভালো অভিনয় করা। অভিনয়ের মানোন্নয়ন করা। সেই কারণে তিনি প্রচারের আলো থেকে একটু দূরে থাকতেই পছন্দ করেন।
অনুরাগীদের মতে, সাই পল্লবীর সারল্য এবং সহজ জীবন তাকে সীতার চরিত্রে অভিনয় করার জন্য আরও উপযুক্ত করে তুলেছে। নায়িকার ইনস্টাগ্রাম খুললেও দেখা যায়, সেখানে নো মেকআপ ছবিই বেশি। তাই সহজরূপে হাজির হওয়া সাই পল্লবীর ভক্ত-অনুরাগীর সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে কাজের সংখ্যাও। এবার রামায়ণে মা সীতা হয়ে পর্দায় নিজের চিরস্থায়ী জায়গা করার অপেক্ষায় এ জনপ্রিয় অভিনেত্রী।
এসএন