দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে বর্তমানে তেলুগু ইন্ডাস্ট্রির ব্যর্থতার কারণে ক্যারিয়ারের সংকটে পড়েছেন। ‘গুন্তুর কারাম’ থেকে শুরু করে সুরিয়ার সঙ্গে ‘রেট্রো’ সিনেমায় সফলতা না পাওয়ার পর তেলুগু সিনেমায় তার প্রাসঙ্গিকতা অনেকাংশে হ্রাস পেয়েছে। নতুন মুখের আগমন এবং ইন্ডাস্ট্রির পরিবর্তিত চাহিদার সঙ্গে তাল মেলাতে না পারায় পূজা এখন মূলত কলিভুডে (তামিল সিনেমা) তার ভাগ্য ফেরানোর চেষ্টা করছেন।
সম্প্রতি পূজা হেগড়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তামিল ছবিতে কাজ করছেন, যা তার ক্যারিয়ারে ঘুর্ণিঝড় সৃষ্টি করতে পারে। তলাপতি বিজয়ের সঙ্গে ‘জন নায়ক’ ছবির শুটিং ইতোমধ্যেই শেষ হয়েছে এবং এই ছবিকে বিজয়ের শেষ ছবি হিসেবে বিশাল দর্শক সাড়া পাওয়ার আশা করা হচ্ছে। তবে পূজার চরিত্রের গভীরতা থাকলে তার জন্য এটি বড় সুযোগ হয়ে দাঁড়াবে, নয়তো শুধুমাত্র গ্ল্যামার নির্ভরতা ছাড়া তার জায়গা টিকবে না।
আরো একটি বড় কাজ হচ্ছে ধানুশ ও পরিচালক বিভীষণ রাজার সঙ্গে নতুন ছবি, যার শুটিং দ্রুত সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এটি সফল হলে পূজা কলিভুডে পুনরায় নিজের অবস্থান সুদৃঢ় করতে পারবেন। এছাড়াও তিনি রজনীকান্তের ‘কুলি’-তে একটি বিশেষ চরিত্রে হাজির হবেন, যা প্যান-ইন্ডিয়া মুক্তি পাবে এবং তার বাজারমূল্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। জনপ্রিয় ভৌতিক-কমেডি ধারার ‘কাঞ্চনা ৪’-তেও পূজা অভিনয় করছেন, যা সঠিক প্রচারের মাধ্যমে দর্শক আকর্ষণ করতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে।
বর্তমানে তেলুগু সিনেমায় বড় কোনও অফার না থাকায় পূজা পুরোপুরি তামিল ইন্ডাস্ট্রির উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। একটি বড় হিট না পাওয়া পর্যন্ত তার ক্যারিয়ার পুনরুদ্ধার কঠিন হবে। তবে তলাপতি বিজয়, ধনুশ ও রজনীকান্তের মতো সুপরিচিত নামের পাশে দাঁড়িয়ে এই নতুন প্রজেক্টগুলো তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি এগুলো সফল হয়, তবে পূজা হেগড়ে আবারো আলোচনার শীর্ষে ফিরে আসতে পারেন।
এফপি/ টিএ