শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। যা প্রথমবার লঙ্কান মাটিতে টাইগারদের ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ। তবে আগের ম্যাচ জিতলেও চিন্তার বিষয় হয়ে এসেছে নাজমুল হোসেন শান্ত’র চোট। সেদিন বাউন্ডারিতে ফিল্ডিংয়ের সময় তিনি চোট পান। যা তার তৃতীয় ওয়ানডে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে।
মূলত ফিল্ডিংয়ের সময় ডাইভ দিতে গিয়ে পায়ের মাংসপেশিতে (কোয়াড্রিসেপসে) চোট পান শান্ত। চোটের পর আর মাঠে নামেননি, ছিলেন ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে। গতকাল সংবাদ সম্মেলনে ওপেনার পারভেজ হোসেন ইমন শান্ত’র ইনজুরির খবর জানিয়ে বলেন, ‘আমরা তো খেলার মধ্যেই আছি, আমরা প্রায় রেডি। (নাজমুল হোসেন) শান্ত ভাই এখন পর্যন্ত ভালো আছে, আলহামদুলিল্লাহ।’
এদিকে, বাংলাদেশ দলের ব্যাটাররা ক্রিজে থিতু হয়েও ইনিংস টেনে নিতে না পারছেন না। এ প্রসঙ্গে দলের অভ্যন্তরে আলোচনা হয়েছে বলে জানান ইমন, ‘হৃদয় ভাই দুর্ভাগ্যবশত রানআউট হয়েছে। এটাই আমাদের টিম মিটিংয়ে বলা হয়েছে, সবাই বলেছে যে আমরা যদি সেট হই, তাহলে আমাদের বড় ইনিংস খেলতে হবে।’
গত ম্যাচে নিজের আউট নিয়েও আক্ষেপ আছে বাঁ-হাতি এই ওপেনারের। সেঞ্চুরি না পাওয়ায় ইমন বলেন, ‘আমরা (ইনিংস) লম্বা করতে পারিনি সত্যি। আউট হওয়ার পর আমার অনেক খারাপ লাগছিল, হয়তো–বা সেট হয়ে আউট হয়েছি। উইকেট ভালো ছিল, সেঞ্চুরি করা যেত।’
প্রসঙ্গত, প্রথম ওয়ানডেতে জয়ের ভালো সম্ভাবনা জাগালেও অবিশ্বাস্য ব্যাটিং ধসের কারণে শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছিল বাংলাদেশকে। দ্বিতীয় ওয়ানডেতে তারা ঘুরে দাঁড়িয়ে ১৬ রানের জয় পায়। আজ বিকেল ৩টায় সিরিজ নিশ্চিতের লক্ষ্যে শেষ ওয়ানডেতে নামবে দুই দল। শান্ত ভালো আছেন বলে ইমন জানালেও, আজ তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে!
আরআর/টিকে