জিপিই'র প্রতিবেদন: সহিংসতার ফলে বৈশ্বিক অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ২০.১ ট্রিলিয়ন ডলার

বিশ্বজুড়ে সহিংসতার ক্রমবর্ধমান প্রকোপ শুধু মানুষের জীবনকেই নয়, বিশাল ক্ষতির মুখে ফেলছে বৈশ্বিক অর্থনীতিকেও। গ্লোবাল পিস ইনডেক্স (জিপিই) ২০২৫-এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, সহিংসতার কারণে বিশ্বের মোট অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বছরে পৌঁছেছে ২০.১ ট্রিলিয়ন ডলারে, যা বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১৩.৫ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৭ বছরের মধ্যে ১৪ বার বিশ্বে শান্তি পরিস্থিতির অবনতি ঘটেছে। ২০২৪ সালও ছিল সেই অবনতির ধারাবাহিকতার একটি অংশ। বিশ্লেষকরা এটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে দীর্ঘস্থায়ী শান্তির পতন হিসেবে উল্লেখ করেছেন।

জিপিই প্রতিবছর বিশ্বের ১৬৩টি স্বাধীন দেশ ও অঞ্চলের মধ্যে শান্তির মাত্রা পরিমাপ করে। ২০২৫ সালের প্রতিবেদনে দেখা যায়, ভূরাজনৈতিক উত্তেজনা, ঘরোয়া সংঘাত এবং সামগ্রিক অপরাধ প্রবণতা বৃদ্ধির ফলে সহিংসতা ক্রমেই বেড়ে চলেছে।

ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের প্রতিষ্ঠাতা স্টিভ কিলেলি বলেন, ‘বর্তমান বিশ্বে শান্তির অবস্থা প্রবল চাপের মুখে। আজকের সংঘাতগুলো আরও জটিল, দীর্ঘস্থায়ী এবং আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ছড়িয়ে পড়ছে। অথচ এসব থামানোর যন্ত্রগুলো দুর্বল হয়ে পড়েছে।’

বিশেষভাবে সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব ইউরোপ। সেখানে ইউক্রেন যুদ্ধ এখনো চলমান। এ ছাড়া আফ্রিকার সাব-সাহারান অঞ্চল, যেখানে রাজনৈতিক সহিংসতা, সন্ত্রাসবাদ ও সামরিক অভ্যুত্থান বেড়েই চলেছে দিন দিন।

সহিংসতা থেকে উদ্ভূত বার্ষিক ক্ষতির মধ্যে রয়েছে সামরিক ব্যয়, নিরাপত্তা খাতে ব্যয়, উৎপাদন হ্রাস, শরণার্থী সংকট এবং মানসিক স্বাস্থ্যঝুঁকি। গবেষকরা বলছেন, এই ব্যয় বিশ্বের শিক্ষা খাতে বার্ষিক ব্যয়ের তুলনায় দশগুণ বেশি।

কিলেলি বলেন, ‘সহিংসতার প্রতিটি ডলার খরচ মানে স্বাস্থ্য, শিক্ষা কিংবা জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ খাতে সেই ডলার না যাওয়া। এটি কেবল প্রাণহানির প্রশ্ন নয়, এটি ভবিষ্যতের সম্ভাবনাগুলোকেও নষ্ট করে দিচ্ছে।’

জিপিই জানায়, এই প্রেক্ষাপটেও কিছু দেশ শান্তি ধরে রেখেছে। আইসল্যান্ড টানা ১৭তম বছরের মতো বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে শীর্ষে রয়েছে। এ ছাড়া পর্তুগাল, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ড রয়েছে শীর্ষ পাঁচে।

অন্যদিকে, শান্তিতে নিচের দিকে রয়েছে আফগানিস্তান, ইয়েমেন, দক্ষিণ সুদান ও সিরিয়া। এ দেশগুলো সহিংসতার উচ্চ মাত্রা, রাজনৈতিক অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতার জন্য তালিকার তলানিতে অবস্থান করছে।

বিশ্লেষকরা বলছেন, সহিংসতা ঠেকাতে এখনই কূটনীতি, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সামাজিক বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। রিপোর্টে সুপারিশ করা হয়েছে, যুদ্ধ ও প্রতিরক্ষা খাতে অতিরিক্ত খরচ কমিয়ে শান্তি স্থাপনে বরাদ্দ বাড়ানো উচিত।

বিশ্লেষক মারিয়া কাস্তেলা বলেন, ‘শান্তি মানে শুধু যুদ্ধ বন্ধ হওয়া নয়। শান্তি মানে এমন এক সমাজ গড়ে তোলা, যেখানে মানুষ নিরাপদ বোধ করে, মতপ্রকাশ করতে পারে, এবং ভবিষ্যতের প্রতি আশাবাদী থাকে।’

বিশ্ব এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি সংঘাত আর বিভাজনের পথে চলব, নাকি শান্তি ও উন্নয়নের জন্য দৃঢ় পদক্ষেপ নেব।

আরআর/টিকে

Share this news on:

সর্বশেষ

img
মালয়েশিয়ায় সন্ত্রাসবাদে জড়িত থাকায় ৪ প্রবাসী রিমান্ডে Jul 08, 2025
img
কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষার কাছাকাছি যেতে পারিনি: মাহফুজ Jul 08, 2025
img
৩৫ শতাংশ শুল্কে বাংলাদেশ, বাড়ল ভারতীয় টেক্সটাইল শেয়ারের মূল্য Jul 08, 2025
img
ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে জিম্বাবুয়ে সফর থেকে নাম প্রত্যাহার করে নিলেন উইলিয়ামসন Jul 08, 2025
img
ক্রিকেটেও রাজত্ব আইপিএলের: এক বছরে ব্র্যান্ড ভ্যালুতে ১২.৯ শতাংশ বৃদ্ধি Jul 08, 2025
img
চার বছর পর আবারও জুটি বাঁধলেন ইমরান-কেয়া পায়েল Jul 08, 2025
img
রুডিগার ও এমবাপ্পেকে আর্থিক জরিমানা করল উয়েফা Jul 08, 2025
img
৩০ কিলোমিটার রিকশা চালিয়ে আখতারের দেখা পেলেন রাজু Jul 08, 2025
img
তারাও আমার ভালো বন্ধু, তামিম ও মুশফিককে নিয়ে বললেন সাকিব Jul 08, 2025
img
হলিউডের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী তারকা স্কারলেট জোহানসন Jul 08, 2025
img
উখিয়ায় ইউপি সদস্যের মরদেহ উদ্ধার Jul 08, 2025
img
প্রশংসা পেলেও চার দিনেই মুখ থুবড়ে পড়ল ‘মেট্রো ইন দিনো’ Jul 08, 2025
img
এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করল আন্তঃশিক্ষা বোর্ড Jul 08, 2025
img
প্রশাসনিক স্থবিরতার কারণেই ‘মব কালচার’ এর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে : রিজভী Jul 08, 2025
img
‘জ্বি, আমি স্বার্থপর’ নায়িকা ইস্যুতে বললেন দীপা খন্দকার Jul 08, 2025
img
কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন অভিনেত্রী ববিতা Jul 08, 2025
img
আমি চাই, আমার বড় বাড়ি হোক, গাড়ি হোক, প্রচুর হীরা থাকুক : কঙ্গনা Jul 08, 2025
img
৫ ডিসেম্বর বক্স অফিসে রণবীর, প্রভাস ও শহীদের মহাযুদ্ধ Jul 08, 2025
img
যারা পিআর চায়, তারাই আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়: দুদু Jul 08, 2025
img
মহাকাশযান চালাল চ্যাটজিপিটি, সফল হলো পরীক্ষা Jul 08, 2025