রুডিগার ও এমবাপ্পেকে আর্থিক জরিমানা করল উয়েফা

সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় মুখোমুখি হয়েছিল দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ। শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারিত হয়েছিল টাইব্রেকারে। দুই লেগ মিলিয়ে ২-২ গোলের সমতা হওয়ায় টাইব্রেকারে খেলা গড়ালে অ্যাতলেটিকোর হুলিয়ান আলভারেজ ও মার্কাস ইয়োরেন্তে বল জালে পাঠাতে ব্যর্থ হন। অন্যদিকে রিয়ালের পক্ষে চতুর্থ শট নিয়ে মিস করেন লুকাস ভাসকেস। তবে শেষ শটে অ্যান্টনিও রুডিগার বল জালে পাঠালে রিয়াল জয় পায়।

নগর প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে বুনো উল্লাসে মেতে উঠেছিলেন রিয়ালের খেলোয়াড়রা। বিশেষ করে শেষ শট জালে পাঠিয়ে রুডিগার অ্যাতলেটিকোর সমর্থকদের উদ্দেশ করে যেভাবে উদযাপনে মাতেন তা বিতর্কের জন্ম দেয়। তার সঙ্গে বুনো উদযাপনে যোগ দেন দানি সেবায়োস কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিউস জুনিয়রও। তবে সে উদযাপন ভালোভাবে নেননি রেফারি। ফলে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ছিলেন রিয়ালের এই চার তারকা।



অবশেষে সেই ম্যাচের বুনো উদযাপনের জন্য শাস্তি পেতে হচ্ছে রিয়ালের তিন তারকা–রুডিগার, সেবায়োস ও এমবাপ্পেকে। কাদেনা এসইআর জানিয়েছে, রিয়ালের এই তিন তারকাকে আর্থিক জরিমানার পাশাপাশি এক ম্যাচের জন্য স্থগিত নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

কৃতকর্মের জন্য এমবাপ্পেকে ৩০ হাজার ইউরো (৪৩ লাখ টাকা), রুডিগারকে ৪০ হাজার ইউরো (৫৭ লাখ ৩৭ হাজার টাকা) ও সেবায়োসকে ২০ হাজার ইউরো (২৮ লাখ ৬৯ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। টাইব্রেকারে রিয়ালের নাটকীয় জয়ের পর উদযাপন ও অঙ্গভঙ্গীর জন্য মাদ্রিদের এই তিন তারকাকে এই জরিমানা গুণতে হচ্ছে।

রুডিগারের নেয়া স্পটকিকে রিয়ালের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ার পর খেলোয়াড়রা নিজেদের সমর্থকদের দিকে ছুটে যান। এ সময় অ্যাতলেটিকোর সমর্থকরা তাদের উদ্দেশ করে নানা রকম দ্রব্য ছুড়তে থাকে। লস রোজিব্লাঙ্কোরা রিয়ালের খেলোয়াড়দের বিরুদ্ধে মাঠের দর্শকদের উত্তেজিত করে তোলার অভিযোগ আনে।

অন্যদিকে রিয়াল অভিযোগ জানায়, অ্যাতলেটিকো সমর্থকরা তাদের খেলোয়াড়দের প্রতি আক্রমণাত্মক ছিল এবং স্ট্যান্ড থেকে মিসাইল ছুড়েছে।

তবে, রিয়ালের ১৫ ট্রফি ও অ্যাতলেটিকোর একটিও নেই এমন ইঙ্গিত দেখিয়েও শাস্তির হাত থেকে বেঁচে গেছেন ভিনিসিউস জুনিয়র। তার প্রতিক্রিয়া সতর্ক করার মতো আগ্রাসী ছিল না বলে মত উয়েফার।

রুডিগার, এমবাপ্পে ও সেবায়োসকে এক ম্যাচের জন্য স্থগিত নিষেধাজ্ঞাও দিয়েছে উয়েফা। যার অর্থ তারা একই ধরণের কাজ পুনরায় করলে এই নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। এর বাইরে এক সমর্থক নাৎসি স্যালুট দেয়ায় রিয়ালকে সতর্ক করে ১৫ হাজার ইউরো (২১ লাখ ৫১ হাজার টাকা) জরিমানা করেছে। একই ধরণের ঘটনা পুনর্বার ঘটলে রিয়ালকে উয়েফার প্রতিযোগিতায় টিকিট বিক্রির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ যুক্তরাষ্ট্রে চলমান ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। আগামীকাল বুধবার (৯ জুলাই) মেটলাইফ স্টেডিয়ামে পিএসজির মুখোমুখি হবে শাবি আলনসোর শিষ্যরা।  

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
পন্তকে ভারতের শহীদ আফ্রিদি বললেন সাবেক অধিনায়ক মুশতাক মোহাম্মদ Jul 08, 2025
img
সাংবাদিকদের ধমক দেবেন, এটা সভ্য রাজনীতির কথা নয় : ডা. জাহিদ Jul 08, 2025
img
বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে এনসিপি : নাহিদ Jul 08, 2025
img
নাগার্জুনার সঙ্গে ‘কুলি’তে পর্দা শেয়ার করবেন না আমির খান! Jul 08, 2025
img
সাই পল্লবীকে সীতা চরিত্রে নিয়ে বিতর্ক তুঙ্গে Jul 08, 2025
জিএম কাদেরকে মানসিক রোগী বললেন চুন্নু! Jul 08, 2025
img
সামরিক ঘাঁটিতে ইরানের হামলার কথা স্বীকার করল ইসরাইল! Jul 08, 2025
img
ব্যাটিং ব্যর্থতায় ৯৯ রানে হারল বাংলাদেশ Jul 08, 2025
img
যিশুর প্রাক্তন সঙ্গিনী নীলাঞ্জনার নতুন সফর: দুই কন্যাকে নিয়েই এবার ‘একলা চলো রে’ Jul 08, 2025
img
৪০ কোটি পারিশ্রমিকে ‘অখণ্ড ২’ নিয়ে ফিরছেন বয়োপাটি শ্রীনু Jul 08, 2025
img
রণবীরের ‘ধুরন্ধর’ ভক্তদের মন কেড়েছে, কোণঠাসা সালমানের ‘গালওয়ান’! Jul 08, 2025
img
জেআরডি টাটা হয়ে ফিরছেন নাসিরউদ্দিন শাহ Jul 08, 2025
img
‘মহানতি’র পর আর জ্বলে উঠেনি কীর্তির ভাগ্যের আলো Jul 08, 2025
img
১০ বছরে নেই হিট, তবুও কীভাবে আদিত্য রায় কাপুর পাচ্ছেন বড় বাজেটের সিনেমা? Jul 08, 2025
img
নারীরা বড় রাজনীতিবিদ : আফরোজা আব্বাস Jul 08, 2025
img
ষড়যন্ত্রকারী যত চেষ্টাই করুক; সফল হবে না, জনগণের সরকারই আগামী নির্বাচনে প্রতিষ্ঠিত হবে: আমিনুল হক Jul 08, 2025
img
সময় ভালো যাচ্ছে না এখন, অনেকেই অনেক কথা বলছেন : মির্জা ফখরুল Jul 08, 2025
img
আওয়ামী লীগ ও বিএনপি একই গাছের দুই ডাল: ফয়জুল করিম Jul 08, 2025
img
‘আওয়ামী লীগকে দরদ দেখানোর সুযোগ নেই’ Jul 08, 2025
img
মার্কিন শুল্ক নিয়ে আলোচনার দরজা এখনো খোলা : বাণিজ্যসচিব Jul 08, 2025