বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আপনারা ভয় দেখান, মব সন্ত্রাস করেন—এগুলো তো সভ্য আধুনিক দেশে চলতে পারে না। কথগুলো যদি পক্ষে যায় তাহলে ভালো, আর বিপক্ষে গেলে সাংবাদিকদের ধমক দেবেন—এটা তো সভ্য রাজনীতির চর্চা নয়।
মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর উত্তরায় মুগ্ধ চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) উত্তরা পশ্চিম থানা কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘আইন মানবেন কিন্তু তালগাছটা আমার, স্বৈরাচারীর মতো কথা বলার চেষ্টা করবেন—এইটা তো হয় না। সাংবাদিকরা লিখলে তাদের ধমক দেবেন—আবার বলবেন, কথা বলার স্বাধীনতা চাই, এটা তো হতে পারে না। সাংবাদিকদের কথা পক্ষে গেলে ভালো কিন্তু বিপক্ষে গেলে ধমক দেবেন, এটা সভ্য রাজনীতির চর্চা নয়।’
ইউটি/এসএন