জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম বলেছেন, শহীদ আবরার ফাহাদের বাবা-মায়ের কাছে গিয়ে আমরা সালাম ও দোয়া চেয়ে এসেছি। কথা দিয়ে এসেছি-কুষ্টিয়ার ঘরে ঘরে একেকজন আবরার ফাহাদের মতো সাহসী দেশপ্রেমিক জন্ম নেবে।
তিনি আরও বলেন, আমরা সবাই আবরারের মতো করে কুষ্টিয়া ও বাংলাদেশকে ভালোবাসব। এই কুষ্টিয়ার মাটি থেকে আমরা দুর্নীতিবাজ স্টাবলিশমেন্টকে ইতিহাসের আঁস্তাকুড়ে ছুঁড়ে ফেলেছি। আর কুষ্টিয়ার বুকে কেউ যেন নতুন করে হাসিনা বা হানিফ হয়ে না ওঠে আমরা তা প্রতিহত করব।
কুষ্টিয়ার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমরা আর কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজকে সুযোগ দেব না। কুষ্টিয়ায় মেডিকেল কলেজের কাজ চালু করতে হবে। উন্নত রাস্তা চাই। আমাদের কুষ্টিয়ার প্রতিষ্ঠান ওয়ালটন এখন ৫০টির বেশি দেশে পৌঁছে গেছে এটাই কুষ্টিয়ার সক্ষমতা।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই কুষ্টিয়ায় কেউ যদি সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির চেষ্টা করে, আমরা রুখে দাঁড়াব।
নুসরাত তাবাসসুম বলেন, এই কুষ্টিয়া বরাবরই বিপ্লবী। আজকের এই মাটিতে দাঁড়িয়ে আমরা শপথ নিচ্ছি বাংলাদেশ গড়ব নতুন করে। শহীদ পরিবারের কাছে আমরা কথা দিয়েছি-এই কুষ্টিয়ার মাটিতে যত খুনি, পুলিশি সন্ত্রাসী রয়েছে, তাদের বিচার হবেই।
পিএ/টিএ