রণবীর সিংহের জন্মদিনে বলিউডে শুভেচ্ছার বন্যা বইলেও সবচেয়ে বেশি নজর কাড়ল কৃতি সেননের পোস্ট। একটি মিষ্টি শুভেচ্ছাবার্তা দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালেও শেষ লাইনে এমন কিছু লিখলেন, যা ঘিরে তৈরি হয়েছে প্রবল জল্পনা— Don 3-তে কৃতি সেননকেই দেখা যাবে রণবীরের বিপরীতে!
কৃতির লেখায় ছিল, “তোমার এনার্জি, ট্যালেন্ট, অনুপ্রেরণা সবই দারুণ... তোমার সঙ্গে খুব শিগগির কাজ করার অপেক্ষায় আছি।” এই একটিই বাক্য—আর তাতেই নেটপাড়ায় শুরু হয়েছে আলোড়ন। ভক্তরা বলছেন, Don 3-তে কি তবে কৃতিই হচ্ছেন নতুন নারী মুখ?
সূত্র বলছে, Don 3-র জন্য প্রথমে ভাবা হয়েছিল কিয়ারা আডবানিকে। কিন্তু ব্যক্তিগত কারণে তিনি এই ছবি থেকে সরে গেছেন। সেই সময়েই কৃতির এমন পোস্ট প্রকাশ্যে আসায় গুজব আরও জোরদার হয়েছে। পরিচালনায় রয়েছেন ফারহান আখতার। তিনিই নতুন কাস্টিংয়ের পরিকল্পনায় এখন নাকি কৃতিকেই অগ্রাধিকার দিচ্ছেন।
রণবীর ও কৃতি এর আগে কখনও একসঙ্গে অভিনয় করেননি। তাই এই জুটি নিয়ে দর্শকদের মধ্যে রয়েছে প্রবল আগ্রহ। কৃতির গ্ল্যামার, অভিনয় দক্ষতা আর অ্যাকশন ক্যালিবার—সব মিলিয়ে Don 3-এর জন্য উপযুক্ত বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির অনেকে।
Don 3-র শুটিং শুরু হবে ২০২৬-এর ডিসেম্বর থেকে। রণবীর ইতিমধ্যেই ‘Don’ চরিত্রে চূড়ান্ত। ভিলেনের চরিত্রে থাকবেন বিক্রান্ত ম্যাসি। কিয়ারা সরে দাঁড়ালে কৃতির প্রবেশ যে জমিয়ে দেবে নতুন জুটি—এ কথা বলাই বাহুল্য।
তবে এখনও পর্যন্ত কোনও অফিশিয়াল ঘোষণা হয়নি। তবুও কৃতির জন্মদিনের শুভেচ্ছা পোস্টের শেষ লাইন বলছে, “তোমার সঙ্গে খুব শিগগির কাজ করার অপেক্ষায় আছি।” এই বাক্যেই হয়তো লুকিয়ে আছে Don 3-র সবচেয়ে বড় চমক!
এসএন