সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চ্যাম্পিয়ন হয় আবাহনী। আর দলটির নেতত্বে ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। এমনকি ব্যাট-বলে সমানতালে পারফর্ম করে হয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও। ফলে আবারো জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছিল মোসাদ্দেকের।
ঘরোয়াতে পারফর্ম করলেও জাতীয় দলে আর ফেরা হয়নি মোসাদ্দেকের। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের জন্য গত ২৩ জুন (সোমবার) দল ঘোষণা করেছিল বিসিবি। সেদিন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু মোসাদ্দেককে দলে না রাখা প্রসঙ্গে এক মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন।
এদিন লিপু বলেছিলেন, 'আপনি আপনার সাংবাদিকতার আলোকে মনে করছেন যে মোসাদ্দেক হোসেনের এই মুহূর্তে জাতীয় দলে খেলা উচিত। আমি ঠিক সেই জিনিসটা মনে করছি না। পরিষ্কারভাবে বলতে চাচ্ছি, কারণ যতক্ষণ মেহেদী হাসান মিরাজ আছে, মোসাদ্দেকের কোনো সুযোগ নেই। কোনো জিনিস খুব স্পষ্টভাবে হওয়া উচিত। আপনারা বুঝে অনেক সময় না বোঝার ভান করে কথা বলেন অনেক সময়, এটা পীড়াদায়ক।'
তবে গণমাধ্যমে নিজের করা এমন মন্তব্যের জন্য মোসাদ্দেকের কাছে দুঃখ প্রকাশ করেছেন লিপু। তিনি বুঝতে পেরেছেন, কোনো ক্রিকেটারকে নিয়ে এভাবে সরাসরি বলাটা তার ঠিক হয়নি। তার শব্দ চয়ন আরো সুন্দর হতে পারতো।
এ প্রসঙ্গে আজ বুধবার শ্রীলঙ্কায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে লিপু বলছিলেন, 'আমি বলেছিলাম যতক্ষণ মিরাজ আছে ততক্ষণ সুযোগ নেই মোসাদ্দেকের। পরে রাতে যখন আমি চট্টগ্রাম গেলাম প্রস্তুতি ম্যাচ দেখলাম। তখন বুঝলাম, আমার বলা উচিত ছিল যতক্ষণ মিরাজ আছে ততক্ষণ মোসাদ্দেকের সুযোগ কম। তিনটা শব্দচয়ন ভুল ছিল, আমি নিজে অনুধাবন করি যে বক্তব্যটা আমি ঠিকভাবে উপস্থাপন করতে পারিনি। দুই দিন পর মোসাদ্দেকের সঙ্গে দেখা হয়, আমি তাকে সরি বলি।'
আরআর/টিএ