শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে মাঠে গড়াতে যাচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশের এই টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। দীর্ঘ ১৩ মাস পরে জাতীয় দলের হয়ে মাঠে নামার অপেক্ষায় তিনি। হঠাৎ করে এই অলরাউন্ডারকে দলে ডাকার ব্যাখ্যা দিয়েছেন অধিনায়ক লিটন দাস।
আজ ক্যান্ডিতে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লিটন বলেছেন, 'আমার মনে হয় বাংলাদেশ অনেকদিন ধরেই একটা অলরাউন্ডার মিস করছিল। যদিও বা আমরা চেষ্টা করছি সাকিবেকে সেই জায়গায় অলরাউন্ডার হিসেবে তৈরি করার এবং সে কয়েকটি ম্যাচে ভালো ব্যাটিং করেছে।'
'তাই আমার মনে হয় সাইফউদ্দিনও ঐ টাইপের প্লেয়ার। যেহেতু টি-টোয়েন্টি ফরম্যাটে আপনার ব্যাটিং-বোলিং দুটোই লাগে। তাই আমার মনে হয় আমরা নির্বাচকদের প্যানেল থেকে বা
প্রথম ওয়ানডেতে বাজে পারফরম্যান্সের পর বাকি দুই ওয়ানডে থেকে বাদ পড়েন লিটন। ওয়ানডেতে একাদশে জায়গা হারানো নিয়ে লিটন বলেন, ‘এখানে ছন্দ জিনিসটা তেমন না। ওয়ানডেতে ভালো করতে পারিনি বলে বেঞ্চে বসে ছিলাম। ওই সময়টায় যতটুকু সম্ভব টি-টোয়েন্টির জন্য অনুশীলন করেছি। চেষ্টা করব মাঠে কাজে লাগানোর জন্য।’
কেএন/টিএ